চলে গেলেন বাংলা গানের স্বর্ণ যুগের শেষ প্রতিনিধি দ্বিজেন মুখোপাধ্যায়

Dwijen Mukherjee

Dwijen Mukherjee Source: Wikipedia/Public Domain

চলে গেলেন বাংলা গানের স্বর্ণ যুগের শেষ প্রতিনিধি দ্বিজেন মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরীদের সঙ্গে একসময় উচ্চারিত হত তার নাম। বাংলা-হিন্দি, দুই ভাষাতেই তিনি জয় করে নিয়েছিলেন তামাম ভারতের হৃদয়। আর, শান্তিনিকেতনের বাসিন্দা না হয়েও রবীন্দ্র সঙ্গীতে পারদর্শিতার জন্যে তাকে করা হয়েছিল বিশ্বভারতী মিউজিক বোর্ডের প্রধান।


প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .






















Share