চলে গেলেন বাংলা গানের স্বর্ণ যুগের শেষ প্রতিনিধি দ্বিজেন মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরীদের সঙ্গে একসময় উচ্চারিত হত তার নাম। বাংলা-হিন্দি, দুই ভাষাতেই তিনি জয় করে নিয়েছিলেন তামাম ভারতের হৃদয়। আর, শান্তিনিকেতনের বাসিন্দা না হয়েও রবীন্দ্র সঙ্গীতে পারদর্শিতার জন্যে তাকে করা হয়েছিল বিশ্বভারতী মিউজিক বোর্ডের প্রধান।