পোস্টকার্ডের যুগ কি চলে গেল?

'Letter to my Motherland' campaign

Source: Veera.sj/ Wikimedia Commons/ (CC BY-SA 4.0)

সে একটা সময় ছিল, খুব কম পয়সায় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল পোস্ট কার্ড। সুখ-দুঃখের খবরাখবর থেকে বিভিন্ন বার্তা এমনকি ধর্মীয় প্রচারও চলত যেখানে। আর, পোস্টকার্ডের চেয়েও জনপ্রিয় ছিল পিকচার পোস্টকার্ড। কেউ কোথাও বেড়াতে গেলে স্বারক বা সুভেনির হিসেবে পাঠাতেন রঙিন সব পোস্টকার্ড। পোস্টকার্ডকে বলা হচ্ছে, এক শতাব্দী আগের ফেসবুক বা ইনস্টাগ্রাম।


হারিয়ে যাওয়া সেই পিকচার পোস্টকার্ড নিয়ে প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .













Share