নিউজিল্যান্ডে তৈরি 'ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ' অনলাইন বাজারে এনেছে বিক্রয় মাধ্যম 'ইটিএসওয়াই'।
ব্রাশটির বিজ্ঞাপনে বলা হচ্ছে, এটি অন্য ব্রাশ থেকে সম্পূর্ণ আলাদা। টয়লেট পরিষ্কারের দিক থেকেও অনেক এগিয়ে এ ব্রাশ ।১৫ ইঞ্চি দৈর্ঘ্যের টয়লেট ব্রাশটি এরইমধ্যে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কিনতে চাইলে তৎক্ষণাৎ কেউ সেটি পাচ্ছেন না। অর্ডার দেয়ার পর অপেক্ষা করতে হচ্ছে কয়েক সপ্তাহ।
যুক্তরাষ্ট্রে প্রথমে ব্রাশটির দাম নির্ধারণ করা হয় ৫৯ দশমিক ৯৯ ডলার। বর্তমানে কিছুটা ছাড় দিয়ে এর মূল্য ধরা হয়েছে ২১ দশমিক ৯৯ ডলার। বাংলাদেশি অর্থে এর দাম প্রায় দুই হাজার টাকা। ৬০ শতাংশ মূল্য হ্রাস করায় ট্রাম্প টয়লেট ব্রাশ কেনার হিড়িক পড়েছে সর্বত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে ট্রাম্প টয়লেট ব্রাশ। তার আগে টয়লেট ব্রাশ নিয়ে এতটা আলোচনা হয়েছে কিনা এমন মজার প্রশ্নও করেন অনেকেই?
তবে ট্রাম্পকে নিয়ে বা তার আদলে পণ্য নতুন কিছু নয়! এর আগেও ট্রাম্প টয়লেট সু এবং ট্রাম্প টয়লেট পেপারও বাজারে এসেছে।বিক্রেতারা ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশের শ্লোগান দিয়েছেন 'মেইক ইউর টয়লেট গ্রেট এগেইন'। যা কিনা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর ট্রাম্পের দেয়া 'মেইক এ্যামেরিকা গ্রেট এগেইন' শ্লোগানের অনুকরণ, এমনটাই ধারণা করা হচ্ছে।
মূত্রধানীতে ট্রাম্প! Source: AFP