এডিলেডের বাংলাভাষী সংগীতপ্রেমীদের মাতাচ্ছেন বাংলা রক ব্যান্ড রঙ

Bangla rock band Rong members

Bangla rock band Rong members Source: Monirul Islam Imon

এডিলেডের বাংলাভাষী সংগীতপ্রেমীদের জন্য গত কয়েক বছর ধরে পারফরম্যান্স করে চলেছে বাংলা রক ব্যান্ড রঙ। সম্প্রতি তাদের অনুষ্ঠিত 'কাপ্পা উইথ রঙ' দারুন প্রশংসা কুড়িয়েছে। এই দলের সদস্য মনিরুল ইসলাম ইমন এসবিএস কে জানাচ্ছেন তাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে। পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের ছবির বাঁ থেকে নিচের প্লে বাটনটিতে ক্লিক করুন।



Share