মনঃচিকিৎসক, লেখক এবং টিভি-ব্যক্তিত্ব ড. তানভীর আহমেদের জন্ম বাংলাদেশে। তিনি বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। এ পর্যন্ত তার দু’টি বই প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকারের কাউন্সিলর হিসেবেও তিনি কাজ করেছেন। এসবিএস বাংলার সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার বাংলাভাষী সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন।