অস্ট্রেলিয়ায় আহমদীয়া যুব-সংগঠনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের যুব-সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া অস্ট্রেলিয়ার বার্ষিক ইজতেমা (সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে গত ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর। সিডনির মার্সডেন পার্কে মসজিদ বাইতুল হুদা প্রাঙ্গনে এতে যোগদান করে শত শত যুবক।

National Youth President of Ahmadiyya Muslim Community Australia, Waqas Ahmed

National Youth President of Ahmadiyya Muslim Community Australia, Waqas Ahmed. Source: SBS

গত ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল আহমদীয়া মুসলিম অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার যুব-সংগঠন খোদ্দামুল আহমদীয়ার বার্ষিক সম্মেলন।

ওয়েস্টার্ন সিডনির মার্সডেন পার্কে মসজিদ বাইতুল হুদা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ধর্মীয় সম্মেলনে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শত শত যুবক যোগ দেন। তিন দিন ধরে তারা অংশ নেন বিভিন্ন তালিমী ও তরবীয়তি প্রতিযোগিতায় এবং ইনডোর ও আউটডোর খেলাধুলা প্রতিযোগিতায়।
National Youth President of Ahmadiyya Muslim Community Australia, Waqas Ahmed
National Youth President of Ahmadiyya Muslim Community Australia, Waqas Ahmed. Source: SBS
মজলিস খোদ্দামুল আহমদীয়া অস্ট্রেলিয়ার সভাপতি ওয়াকাস আহমদ বলেন,

“দু’টি দল আছে। একটি দলে রয়েছে ৭ থেকে ১৫ বছর বয়সী সদস্যরা এবং অপরটিতে রয়েছে ১৫ থেকে ৪০ বছর বয়সীরা। তাই, ৪০ বছরে উপনীত হওয়া পর্যন্ত শক্তি-সামর্থ্য মানবসেবায় নিয়োজিত করাটাই উদ্দেশ্য।”

এই সম্মেলনে বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি ছিল বিভিন্ন আলোচনা অনুষ্ঠান। আহমদীয়া মুসলিম সম্প্রদায় এতে মূলত জোর দেয় তাদের মটো “ভালবাসা সবার জন্য, কারও প্রতি ঘৃণা নয়” এর উপর।
Ata Ul Hadi
Ata Ul Hadi Source: SBS
সম্মেলনে অংশ নেওয়া এক তরুণ, আতাউল হাদি বলেন,

“এখানে বন্ধুত্বমূলক পরিবেশে নতুন বন্ধু বানানোর জন্য যা দরকার তা হলো, কাউকে সালাম দেওয়ায়। এভাবে যে বন্ধুত্বের সূচনা হয় তা জীবন-ব্যাপ অব্যাহত থাকে।”

মজলিস খোদ্দামুল আহমদীয়া অস্ট্রেলিয়ার এটি ৩৫তম ইজতেমা (সম্মেলন)। এ বছরের ইজতেমার থিম হলো ‘আত্ম-সংশোধন’। ইজতেমায় অংশগ্রহণকারী আতাউল করিম গোহার বলেন, ‘আত্ম-সংশোধন’-এর বিষয়টি গুরুত্বপূর্ণ।

“আপনি যুবক হন কিংবা প্রবীণ হন, আপনি সবসময়েই নিজের দৈহিক এবং আধ্যাত্মিক উন্নয়ন ঘটাতে পারেন। তাই, এই ইজতেমা আমাদের দৈহিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণের জন্য। আর এভাবেই আমরা আমাদের আধ্যাত্মিকতার পুনরুজ্জীবন ঘটাতে পারবো।”

ওয়াকাস আহমদ বলেন, তিনি আশা করেন এ বছরের ইজতেমা থেকে লোকেরা যা শিখবে তা তারা দুনিয়াতে ছড়িয়ে দিতে পারবে।

“ইসলাম শুধু মসজিদের মধ্যে বসে ইবাদত করার কথাই বলে না, মসজিদের বাইরে এবং সম্প্রদায়ের বাইরে মানুষের কল্যাণ সাধনের কথাও বলে ইসলাম।”

Follow SBS Bangla on .




Share
Published 4 October 2018 3:13pm
Updated 12 August 2022 3:39pm
By Sikder Taher Ahmad, Matt Connellan, Evan Young
Presented by Sikder Taher Ahmad

Share this with family and friends