অভিবাসনের পর আপনি কি আগের চেয়ে ভাল আছেন?

Background collage group of multiracial young people social media

Background collage group of multiracial young people social media refugees immigration diversity Source: iStockphoto

অস্ট্রেলিয়ায় প্রতিবছর হাজার হাজার লোক অভিবাসন করে। সুখী ও সুন্দর জীবনযাপনের স্বপ্ন নিয়ে আসেন তারা। তবে, নতুন একটি দেশে, নতুন পরিবেশে খাপ-খাইয়ে চলাটা খুব সহজ হয় না তাদের জন্য। The 2018 World Happiness Report –এ দেখা যায়, হোস্ট কমিউনিটি যদি মাইগ্রান্টদেরকে সহজে গ্রহণ করে নেয় তাহলে মাইগ্রান্টদের উপর এর সুপ্রভাব পড়ে। অভিবাসনের পর আপনি কি আগের চেয়ে ভাল আছেন?


কলম্বিয়াতে জন্ম নেওয়া হুয়ান কাসারেজ কনস্টিটিউশনাল ল’এর উপর পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি করছিলেন। তখন তিনি তার বান্ধবীর সঙ্গে অস্ট্রেলিয়ায় অভিবাসনের সিদ্ধান্ত নেন।

সেজন্য তাকে ছেড়ে আসতে হয় নিজের পরিবার এবং দেশ। অস্ট্রেলিয়াতে এসে সবকিছুই শুরু করতে হয় নতুনভাবে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share