ড. ফারজানা মাহবুবার গবেষণায় বিশেষভাবে ফোকাস করা হয়েছে "অস্ট্রেলিয়ায় বাংলাদেশী অভিবাসী মুসলিম নারী এবং স্পাউজাল ফিনান্সিয়াল অ্যাবিউজ" বিষয়ের উপরে। তিনি তার গবেষণার বিষয়ে কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।
এখানে তার সাথে দুপর্বের আলাপচারিতার প্রথম অংশটি প্রকাশ করা হলো।
ড. ফারজানা মাহবুবার গবেষণায় 'ফোক ইসলাম' বলে একটি বিষয় এসেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'ফোক ইসলাম' মূলত একটি তাত্ত্বিক বিতর্ক। মানুষ যখন সামাজিক জীবনে কোন ধর্ম চর্চ্চা করে তখন তা ধর্মের তত্ত্ব থেকে ভিন্ন হয়।
"কোরান, হাদিস এবং ফিকাহতে (ইসলামী আইন ও তত্ত্ব) ধর্মীয় রীতিনীতি, নৈতিকতার মত বিষয়গুলো পাথেয় হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু মানুষ সেগুলো বাস্তব জীবনে অনেকটা নিজেদের মত করে পালন করে। আর এভাবেই ইসলাম অনেকটা 'ফোক' রূপ নেয়।"
তিনি বলেন, ধর্মীয় তত্ত্ব ও নিজ জীবনে ধর্ম চর্চ্চার ক্ষেত্রে যে পার্থক্যটি দেখা যায়, সেটি অনেক সময় বিশাল আকার ধারণ করে। আর একারণেই তাত্ত্বিকভাবে ইসলামে মহিলাদের যে অধিকার পাওয়ার কথা, তার সাথে অনেক সময়েই আপোষ করা হয়।
ড. মাহবুবা এখন অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি গবেষণা করছেন 'অস্ট্রেলিয়ায় বাংলাদেশী মুসলমান সম্প্রদায়ের মধ্যে স্পাউজাল ফাইনান্সিয়াল এবিউজ' বা আর্থিক নিপীড়ণের বিষয় নিয়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি নারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফাইনান্সিয়াল এবিউজের শিকার হন।
"আমাদের কমিউনিটির ভিতর কিছু একটা হচ্ছে, যা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। এই নারীদের সাথে কাজ করতে গিয়ে আমি অনুভব করেছি যে তারা (দাম্পত্য জীবনে) আর্থিক বিষয়ে বেশ ভয়-ভীতির মধ্যে থাকেন, যে বিষয়ে আগে আমার ধারণা ছিল না।"
"এটা আদৌ সম্মানজনক নয়, এবং এটা সাধারণ ঘটনা ... এখানে আমাদের কমিউনিটিতে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে এগুলো ঘটে চলেছে," ড. মাহবুবা যোগ করেন।
ড. ফারজানা মাহবুবার দুপর্বের সাক্ষাৎকারের প্রথম অংশটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
আরও দেখুন
“পারিবারিক সহিংসতা নিয়ে সচেতনতা বেড়েছে”