মিজ সেজুতি বলেন "সমস্ত ডিজাইনার, মডেল এবং দর্শকদের সামনে আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের মুহূর্ত ছিল।"
মুসলিম নারীদের পোশাকের সংযমী বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি বলেন, "এই ইভেন্টের মূল বিষয়টি ছিল হিজাব, পুরো দৈর্ঘের এবং ঢিলেঢালা পোশাকের মতো মুসলিম ফ্যাশনকে তুলে ধরা; এভাবেও ফ্যাশনেবল হওয়ার সুযোগ রয়েছে।"এই ইভেন্টে অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির চিত্রটি প্রকাশ পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি দেখেছি সব ব্যাকগ্রাউন্ডের লোকেরা এখানে অংশ নিয়েছে। প্রতিটি সংস্কৃতিকে ইতিবাচকভাবে চিত্রিত করা হয়েছিল।"
Shajuty Islam Source: Supplied
"যেহেতু মডেলিং আমার শখ, তাই আমি এ সেক্টরে কাজ করে যেতে চাই"।
পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন