“পারিবারিক সহিংসতা নিয়ে সচেতনতা বেড়েছে”

Dr Sabrin Farooqui

“ডমেস্টিক ভায়োলেন্স আগেও ছিল। তবে এখন সচেতনতা বেড়েছে”-- ড. সাবরিন ফারুকি। Source: Dr Sabrin Farooqui

অস্ট্রেলিয়ার অভিবাসী ও শরণার্থী নারীদের নিয়ে কাজ করছেন নারী-অধিকার-কর্মী ড. সাবরিন ফারুকি। পারিবারিক সহিংসতার শিকার নারীদেরকে সহায়তা করে থাকেন তিনি। কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড এর প্রেসিডেন্ট ড. ফারুকি এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন, পারিবারিক সহিংসতার ক্ষেত্রে Coercive Control বা দমনমূলক নিয়ন্ত্রণ সম্পর্কে ব্যাখ্যা করেছেন তিনি।


Cultural Diversity Network Incorporated
অস্ট্রেলিয়ায় নবাগত অভিবাসী, শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অসহায় ব্যক্তিদেরকে অভিবাসনে সহায়তা করে কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইনকর্পোরেটেড। Source: Dr Sabrin Farooqui


ড. সাবরিন ফারুকির সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share