Dr Sabrin Farooqui Source: Supplied
পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করছেন ড. সাবরিন ফারুকী
Project with Woman Source: CDNI
বাংলাদেশ, শ্রী লঙ্কা এবং ভারতীয় নারীদেরকে, বিশেষত, যাদের ডিজিটাল লিটারেসি স্কিল কম, তাদেরকে সহায়তা করছে ওয়েস্টার্ন সিডনির গ্লেনউড ভিত্তিক প্রতিষ্ঠান Cultural Diversity Network Inc (CDNI).এছাড়াও যে-সব অভিবাসী বা শরণার্থী নারী সম্প্রতি কোভিড-১৯ সঙ্কটে কাজ হারিয়েছেন তাদেরকেও সহায়তা দিচ্ছে সংস্থাটি। এই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ড. সাবরিন ফারুকী এসবিএস বাংলাকে তাদের কাযক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন । ড. ফারুকী বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় এসেছেন ২০০৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করার পর তিনি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অফ সিডনি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ড. ফারুকীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।
Share