‘ক্ষিপ্ত আক্রমণ’ থেকে এক নারীকে বাঁচাতে মেলবোর্নে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত

মেলবোর্নের নর্থওয়েস্টে ‘ক্ষিপ্ত আক্রমণের’ শিকার এক নারীকে রক্ষা করতে গিয়ে পুলিশ গুলি করে অভিযুক্ত এক ব্যক্তিকে হত্যা করেছে। আহত সেই নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

Officers attena a Melbourne park after a police shooting.

Police have shot a man dead at a Melbourne park who had allegedly assaulted a woman. (AAP)

মেলবোর্নে এক নারীকে ‘ক্ষিপ্ত আক্রমণ’ থেকে রক্ষা করতে গিয়ে পুলিশ গুলি করে অভিযুক্ত আক্রমণকারী এক পুরুষকে হত্যা করেছে।

অভিযুক্ত পুরুষটির বয়স ছিল ৩০ এর কোঠায়। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে টালাম্যারিন এয়ারপোর্টের নিকটস্থ এলাকা গ্লাডস্টোন পার্কের ক্যাটরিনা ড্রাইভের একটি পার্কল্যান্ডে এই ঘটনা ঘটে। সেই নারী আক্রমণের শিকার হলে পুলিশ ডাকা হয়। এরপরই পুলিশের গুলিতে অভিযুক্ত আক্রমণকারী নিহত হন।

ভিক্টোরিয়া পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার লুক কর্নেলিয়াস বলেন, একজন পুরুষ মানুষ এক নারীকে আক্রমণ করেছে- এ রকম সংবাদ পাওয়ার প্রায় ছয় মিনিটের মাথায় ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।

তিনি বলেন, সেই নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তার আঘাতগুলো এতোটাই গুরুতর যে, পুলিশ তার পরিচয় সনাক্ত করতে পারে নি।
এটা মনে করা হচ্ছে যে, এই নারী ও পুরুষ উভয়েই পরস্পরের পরিচিত ছিল।

মিস্টার কর্নেলিয়াস বলেন, পুরুষ লোকটির কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তবে, পুলিশ তার সম্পর্কে জানতো।

তিনি আরও বলেন, তরুণ পুলিশ কর্মকর্তারা তাদের কর্মজীবনের অন্যতম ভয়ানক একটি সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হন।
রিপোর্টারদেরকে মিস্টার কর্নেলিয়াস বলেন,

“তারা ভয়ানকভাবে আলোড়িত হয়েছেন। কাজে যাওয়া কেউই চায় না অন্য কারও জীবন কেড়ে নিতে।”

“আমাদের সদস্যরা সেই ব্যক্তিকে নিবৃত্ত হতে আহ্বান জানায়, যে কিনা একজন বয়স্ক নারীকে আঘাত করছিল।”

“সে তা প্রত্যাখ্যান করে এবং আমাদের সদস্যরা তখন আগ্নেয়াস্ত্র বের করে ও গুলি বর্ষণ করে।”

তিনি বলেন, সেই জুনিয়র অফিসার কমিউনিটির সুরক্ষায় কাজ করেছেন এবং চলতে থাকা আক্রমণ বন্ধ করেছেন।

হোমিসাইড স্কোয়াডের ডিটেকটিভরা এই ঘটনার তদন্ত চালাবে। আর, প্রফেশনাল সার্ভিসেস কমান্ড এর তদারক করবে; কারণ, পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।

Follow SBS Bangla on .

Share
Published 17 July 2020 11:43am
Presented by Sikder Taher Ahmad
Source: AAP, SBS


Share this with family and friends