এই প্রথম অস্ট্রেলিয়ার ছবিতে বাংলা ভাষা ব্যবহার হচ্ছে - অর্ক দাশ

Movie theatre, cinema

Movie theatre, cinema Source: Supplied

অর্ক দাশ এই প্রবাসের একজন বাংলা ভাষী চলচিত্র নির্মাতা ,স্ক্রিপ্ট রাইটার ও অভিনেতা।বেশ কিছু সময় ধরে তিনি এই শিল্পের সাথে জড়িত রয়েছেন। সম্প্রতি স্ক্রিণ অস্ট্রেলিয়া একটি ফীচার ফ্লিমের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। ওই ফীচার ফ্লিমটির কয়েকজন গল্পকারের একজন অর্ক দাশ।এ ধরণের চলচ্চিত্র নির্মাণ এ দেশে এটাই প্রথম।অর্ক দাশ এস বি এস বাংলার কাছে তুলে ধরেছেন তার এই ছবি তৈরির গল্পটি। অর্ক দাশের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Arka Das
Arka Das Source: Supplied

Share