ভিক্টোরিয়া পুলিশের চারজন পুলিশ অফিসার আজ বুধবার বিকেল ৫.৩০ টায় এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মেলবোর্নের নিকটে ইস্টার্ন ফ্রিওয়ের কিউ এলাকায় ঘটা এই দুর্ঘটনা ভিক্টোরিয়া পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা যেখানে একসাথে এত পুলিশ মারা গেলেন।
ভিক্টোরিয়া পুলিশের চিফ কমিশনার গ্রাহাম এস্টন বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
তিনি বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, "এটা সত্যিই একটা বড় ট্রাজেডি। ভিক্টোরিয়া পুলিশের ইতিহাসে কোন একক ঘটনায় এতো পুলিশের মৃত্যু কখনো হয়নি। "
ওই পুলিশ অফিসাররা একটি দ্রুতগামী পোর্শে ৯১১ গাড়ি থামিয়েছিলেন, সেসময় রেফ্রিজারেটর বহনকারী ট্রাকটি তাদের ওপর গিয়ে পরে।
মিঃ এস্টন বলেন, "ট্রাকটি পুলিশের গাড়ির ওপর পড়লে পোর্শে গাড়ির ওই ড্রাইভার সেখান থেকে চলে যান। আহত ট্রাক ড্রাইভারকে তখন কিছু মেডিক্যাল কন্ডিশনের কারণে হাসপাতালে নেয়া হয়।"
এ দুর্ঘটনার প্রেক্ষিতে এক টুইট বার্তায় প্রধান মন্ত্রী স্কট মরিসন একে 'ভয়ংকর' এবং 'হৃদয়বিদারক' বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন,"নিহত কর্মকর্তাদের পরিবার, সহকর্মী এবং আত্মীয়-পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। "
ইস্টার্ন ফ্রীওয়ের বুলিন রোড এবং চ্যান্ডলার হাইওয়ের উভয় দিক বন্ধ রাখা হয়েছে এবং ড্রাইভারদের বিকল্প রাস্তা দেখতে বলা হয়েছে।
আরো পড়ুন: