করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবে কতটুকু নিরাপদ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের স্বাস্থ্য কর্মীরা ?

Emergency department

Ambulance and medical staff attend to a patient on an unusually quiet saturday night at St. Vincent's Hospital Emergency Department Source: AAP Image/Dean Lewins

করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় আতঙ্কের মধ্যে রয়েছেন অনেকে। বিশেষ করে যারা চিকিৎসা সেবায় রয়েছেন। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে যারা স্বাস্থ্য কর্মী কিংবা ডাক্তার তাদের মধ্যে কিছুটা হলেও আতংক রয়েছে। তবে তারা সেই ভয় বা আতংককে পেছনে ফেলে নিরন্তন সেবা দিয়ে যাচ্ছেন। সরাসরি রোগীর কাছাকাছি আসা এই কর্মীরা কতটুকু নিরাপদ এই ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে। এস বি এস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার রেজা আলী, সিনিয়র কনসালটেন্ট ,ডিরেক্টর ইমার্জেন্সি মেডিসিন , ব্লাকটাউন এবং মাউন্ট ড্রুয়েট হাসপাতাল সিডনি। অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার রেজা আলীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়াররে লিংকটিতে ক্লিক করুন।


Associate Professor Reza Ali, Director of Emergency Medicine at the Blacktown Hospital, NSW.
Associate Professor Reza Ali, Director of Emergency Medicine at the Blacktown Hospital, NSW. Source: Supplied

Share