COVID-19-এর বিস্তার রোধে সতর্কতা অত্যন্ত জরুরি। এখন কথা হচ্ছে ইস্টারের এই ছুটিতে আপনি কি পারবেন আপনার আত্মীয় বা বন্ধুবান্ধবদের সাথে দেখা করতে?
প্রতিটি স্টেট এবং টেরিটোরিতে এ সংক্রান্ত আইন আছে। ড্রাইভারদের উপযুক্ত কারণ থাকতে হবে বাইরে যাওয়ার জন্য।
তাছাড়া যে কোন গণজমায়েত দুজনের বেশি হবে না।
অনুযায়ী 'উপযুক্ত কারণ' বলতে বোঝায় ব্যক্তিগত প্রয়োজনে বা অসুস্থ ব্যক্তির প্রয়োজনে খাবার এবং গৃহস্থালি কাজে ব্যবহৃত জিনিস কিনতে ঘরের বাইরে যাওয়া, বাসায় কাজ বা পড়াশোনা করা সম্ভব না হলে অফিসে গমন, শিশুকে চাইল্ড কেয়ার সেন্টারে আনা-নেয়া, ব্যায়াম, মেডিকেল কেয়ার, সরকারি অফিসে যাতায়াত, সৎকার এবং ইমার্জেন্সি বা মানবিক কারণ।তাই এর বাইরে হলিডে হোমে যাওয়া, পার্কে বা সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া বন্ধুদের আড্ডায়, ধর্মীয় বা কমিউনিটি সমাবেশে যাওয়া ইত্যাদি কারণগুলোকে অপ্রয়োজনীয় বলে ধরা নেয়া হবে।
Source: SBS
এদিকে টাসমানিয়ান পুলিশ আকাশে চপার নিয়ে ঘুরবে এটা নিশ্চিত করতে যে বাসিন্দারা তাদের মূল আবাসস্থল ছেড়ে যাতে বাইরে না যায়। তবে খাবার, মেডিকেল সাপ্লাইসহ বা অত্যাবশ্যক সেবা নিতে প্রয়োজনে বাইরে যেতে পারবে।
বলছে তারা ইস্টারের জন্য পার্টনারদের সাথে দেখা করতে পারবে যদি তারা একই এলাকার বাসিন্দা হন। তবে তারা যদি ভিন্ন বাড়িতে থাকে তবে তাদেরকে দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে। সেখানে তাদের ডেজিগনেটেড রিজিওন বাদে অন্য কোথাও যাবার সুযোগ নেই।
কুইন্সল্যান্ড এবং এসিটি (ACT)'র বাসিন্দাদের দুজন অতিথি নিমন্ত্রণের অনুমোদন দেয়া হয়েছে কিন্তু তাদেরকে অবশ্যি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
একইভাবে নর্দার্ন টেরিটোরিতেও নিজ পরিবার ছাড়া দুজনের বেশি লোকের জমায়েত না করতে বলা হয়েছে, যদি তাদের ঘরের বাইরে যেতেই হয়।
এসিটি (ACT), নর্দার্ন টেরিটোরি এবং কুইন্সল্যান্ডের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি তার পরিবারের লোকদের সাথে যদি একই বাড়িতে থাকে তবে তারা একসাথে ড্রাইভিংয়ে যেতে পারবে। তবে শারীরিক প্রতিবন্ধী এবং বৃদ্ধদের বেলায় তা প্রযোজ্য হবে না।
নিউ সাউথ ওয়েলসের নিয়ম অনুসারে দুজনের বেশি লোকের জমায়েত গাড়িতে ভ্রমণ বা বাস স্টপের বেলায় প্রযোজ্য হবে না।
ভিক্টোরিয়াতে একই বাড়িতে থাকা ব্যতীত দুজনের বেশি লোকের একই গাড়িতে ওঠার ক্ষেত্রে প্রবলভাবে নিরুৎসাহিত করা হয়েছে।
নিজের হলিডে হোমে স্থানান্তর নিষেধ করা হয়েছে নিউ সাউথ ওয়েলসে তবে ভিক্টোরিয়ার ক্ষেত্রে ওই বাড়ির মালিক নিজে হলে অনুমোদন দেয়া হয়েছে।উপযুক্ত কারণ ছাড়া ড্রাইভিং বা বাইরে গেলে বিস্তর জরিমানা করার বিধান আছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এজন্য ৫০,০০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
Source: SBS
সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, নর্দার্ন টেরিটরি এবং এসিটি (ACT)'র বাসিন্দারা যদি সেলফ আইসোলেটিং বা সামাজিক দূরত্ব বজায় না রাখে তবে ১,০০০ ডলার জরিমানা গুনতে হবে।
নিউ সাউথ ওয়েলসে করোনা ভাইরাস ট্রাভেল রেস্ট্রিকশন না মানলে ১১,০০০ ডলার জরিমানা অথবা ছয় মাসের জেল এবং এরপর পুনরায় আইন ভঙ্গ করলে প্রতিদিনের জন্য ৫,৫০০ ডলার জরিমানা গুনতে হবে।
ট্রাভেল রেস্ট্রিকশন না মানলে কুইন্সল্যান্ডে সর্বোচ্চ ১৩,৩০০ ডলার, এবং টাসমানিয়ায় ১৬,৮০০ ডলার অর্থদণ্ড অথবা ছয় মাসের কারাদণ্ড হতে পারে। ভিক্টোরিয়ায় এই জরিমানা ১৬৫২ ডলার।
আরো পড়ুন: