জবকীপার স্কিমের লক্ষণীয় মূল বিষয়গুলো হচ্ছে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গুলো COVID 19 -এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কর্মীরা পাক্ষিক ১৫০০ ডলার করে পাবেন এবং এই প্রণোদনা আগামী ৬ মাসের জন্য দেয়া হবে।
থেকে জানা যায় যে, জবকীপার পেমেন্ট ৩০শে মার্চ ২০২০ থেকে আগামী ২৭ শে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত দেয়া হবে। এই প্রণোদনা অলাভজনক (Not-for-profit) প্রতিষ্ঠানগুলোকেও দেয়া হবে।
তবে এই স্কিমের আওতায় ফেডারেল, স্টেট এবং টেরিটরি, লোকাল কাউন্সিল সরকারের চাকরিজীবীরা অন্তর্ভুক্ত নন।আপনার নিয়োগদাতা যদি যোগ্য হন তবে জবকীপার পেমেন্ট পেতে হলে অস্ট্রেলিয়ান টেক্সেশন অফিসের (ATO) ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। জবকীপার পেমেন্টের পুরো প্রক্রিয়াটি ATO পরিচালনা করছে।
Source: SBS
রেজিস্টারের পরে ATO থেকে আপনি হালনাগাদ তথ্য পাবেন কখন ও কিভাবে জবকীপার পেমেন্ট দাবি করবেন।
এখানে উল্লেখ্য যে যারা জবসিকার পেমেন্ট পাচ্ছেন তারা জবকীপার পেমেন্টের জন্য বিবেচিত হবেন না।
তবে যারা জবসিকার পেমেন্টের জন্য আবেদন করেছেন সরকার তাদেরকে আবেদন প্রত্যাহার না করতে উৎসাহিত করছে। আবেদনকারীর আয়ের ওপর ভিত্তি করে ATO নির্ধারণ করবে আসলে সে কোন পেমেন্ট পাওয়ার যোগ্য।
কেউ যদি স্টুডেন্ট হয়ে ইয়ুথ এলাউন্স পেয়ে থাকেন এবং তাকে কাজ থেকে বিরত (Stand down) থাকতে হচ্ছে, তিনিও জবকীপার পেমেন্ট পেতে পারেন।
প্রথম পেমেন্ট
জবকীপার পেমেন্টের প্রথম কিস্তি দেয়া হবে মে'র প্রথম সপ্তাহে। বকেয়াসহ প্রতিমাসে ATO এই পেমেন্ট দেবে।
তবে কোন কর্মী যদি ১ মার্চ, ২০২০ -এর আগে নিয়োগপ্রাপ্ত হন শুধু তারাই জবকীপার পেমেন্টের জন্য বিবেচিত হবেন। এ ক্ষেত্রে ওই কর্মী যোগ্য নিয়োগদাতার অধীনে বর্তমানে নিয়োগপ্রাপ্ত, এমনকি কাজ থেকে বিরত থাকতে হলেও জবকীপার পেমেন্টের জন্য বিবেচিত হবেন। সকল পূর্ণকালীন, খণ্ডকালীন এবং অনিয়মিত কর্মী যারা গত ১২ মাস ধরে ১ মার্চ, ২০২০ পর্যন্ত কাজ করছেন তারাও জবকীপার পেমেন্টের জন্য বিবেচিত হবেন।
পেমেন্ট পেতে ১ মার্চ,২০২০-এ আবেদনকারীকে ১৬ বছর-উর্ধ হতে হবে।
আবেদনকারীকে অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী ভিসাধারী অথবা সাবক্লাস ৪৪৪ ভিসা ধারী হতে হবে। এছাড়া ১ মার্চ, ২০২০-এর আগে আগে থেকে কর্মরত আবেদনকারী 'রেসিডেন্ট ফর ট্যাক্স পারপাজেস' হলেও জবকীপার পেমেন্টের জন্য বিবেচিত হবেন।
আবেদনকারী অবশ্যই একাধিক নিয়োগদাতার কাছ থেকে জবকীপার পেমেন্টের জন্য বিবেচিত হবেন না।
সেলফ এমপ্লয়েড ব্যক্তিরা কি জবকীপার পেমেন্ট পাবেন?
সেলফ এমপ্লয়েড ব্যক্তিরাও জবকীপার পেমেন্টের জন্য বিবেচিত হবেন। তবে এক্ষেত্রে তাদের জিএসটি টার্নওভার শতকরা ৩০ ভাগ বা তার বেশি কমে গেলেই জবকীপার পেমেন্টের জন্য বিবেচিত হবেন।
তবে তাদের এবিএন (Australian Business Number) ১২ মার্চ, ২০২০-এর আগে থেকে থাকতে হবে এবং ১২ মার্চ, ২০২০-এর আগে তাদের ২০১৮-১৯ সালের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে এবং তারা তাদের ব্যবসায়ে সক্রিয় এবং অন্য কোন নিয়োগদাতার অধীনে পার্মানেন্ট এমপ্লয়ার নন এমন শর্ত রয়েছে।
আরো পড়ুন: