অর্থনৈতিক মন্দায় কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যাবসায়ীরা

Small businesses impacted by the coronavirus pandemic

Source: Pixabay

সারা বিশ্বের মতো অস্ট্রেলিয়াও করোনা ভাইরাস এর ফলে অর্থনৈতিক মন্দায় আক্রান্ত হয়েছে. অস্ট্রেলিয়ায় ক্ষুদ্র ব্যবসায়ে এটি কি প্রভাব ফেলবে ?এবং অস্ট্রেলিয়া সরকার বেশ কয়েকটি অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেছে। সরকারী সহায়তা অস্ট্রেলিয়ান ব্যাবসায়ে করোনা ভাইরাস সৃষ্ট চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করে টিকে থাকতে কতটুকু সহায়তা করবে? এ সব কিছু নিয়ে কথা এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন চাটার্ড একাউন্টেন্ট সৈয়দ আকরাম উল্লাহ। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটির লিংকে ক্লিক করুন।


Syed Akram Ullah
Syed Akram Ullah. Source: Supplied

Share