যেখানেই করা হোক না কেন, স্ট্রিপ-সার্চ অবমাননাকর হতে পারে এবং কখনও কখনও এটি অপ্রয়োজনীয়ও বটে।
জানা গেছে নিউ সাউথ ওয়েলস পুলিশের গত অর্থ বছরে ২৪০ হাজারেরও বেশি ব্যক্তির স্ট্রিপ সার্চের লক্ষ্য মাত্রা ছিল, যার মধ্যে রয়েছে ফ্রিস্ক বা গায়ে হাত বুলিয়ে সার্চ করাও।
ফ্রিডম অফ ইনফরমেশন আইনের আওতায় স্টেট গ্রিন্স এমপি David Shoebridge এই তথ্য সংগ্রহ করেছেন।
জানা গেছে নিউ সাউথ ওয়েলস পুলিশের গত অর্থ বছরে ২৪০ হাজারেরও বেশি ব্যক্তির স্ট্রিপ সার্চের লক্ষ্য মাত্রা ছিল।
আর এই লক্ষ্য মাত্রার প্রায় তিন হাজার কম সংখ্যক সার্চ সম্পাদন করা হয়েছে।
পুলিশের আরও ১০০ হাজার মুভ-অন-অর্ডার টার্গেট ছিল। যা কিনা এর আগের বছরের তুলনায় ২০ হাজার বেশি।
এসব সংখ্যাকে অপরাধ দমনের ক্ষেত্রে নিউ সাউথ ওয়েলস পুলিশ তাদের উদ্যোগী কার্যক্রমের সূচক হিসেবে তুলে ধরছে।
একজন মুখপাত্র বলেন,
“যখন একজন পুলিশ কর্মকর্তা তার সার্চ পাওয়ার খাটান তখন Law Enforcement Powers and Responsibilities Act অনুসারে অবশ্যই তা যৌক্তিক হতে হবে। এই শর্ত পূরণ না হলে সার্চ করা যাবে না।”
নিউ সাউথ ওয়েলস স্টেটের কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ-এর Stephen Blanks বলেন, এই ক্ষেত্রে বৈশ্বিক দিক-নির্দেশনা রয়েছে।
সিডনির রেডফার্ন লিগ্যাল সেন্টারের সলিসিটির Samantha Lee বলেন, এই সার্চের সংখ্যার ক্ষেত্রে এই লক্ষ্যমাত্রার কোনো প্রভাব রয়েছে কিনা সে বিষয়ে তদন্তের জন্য তিনি এই স্টেটের অডিটর-জেনারেলের বরাবর লিখবেন।
Mr Blanks বলেন, জনগণ পুলিশ বাহিনির প্রতি আস্থা হারানোর আগেই নিউ সাউথ ওয়েলস পুলিস সাড়া দেবে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।