ওয়েস্টার্ন সিডনির একটি পুলিশ স্টেশনের বাইরে এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ কর্মকর্তারা। সেই বন্দুকধারী ব্যক্তি প্রথমে পুলিশ কর্মকর্তাদের লক্ষ করে গুলি বর্ষণ করে। এক ঘণ্টা ব্যাপী গুলি বিনিময়ের পর বন্দুকধারী আক্রমণকারীর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় এ ঘটনা।
পুলিশ বলছে গতকাল বুধবার রাত ঠিক ৯.৩০ এ একটি গাড়ি পেনরিথ পুলিশ স্টেশনের বাইরে এসে থামে। তখন উল্লিখিত সেই ব্যক্তি একটি পাম্প-অ্যাকশন ১২-গজ শটগান হাতে নিয়ে পুলিশের একটি গাড়ির দিকে অগ্রসর হয় এবং গুলি বর্ষণ করে।
আজ বৃহস্পতিবার একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে,
“জবাবে পুলিশ গুলি বর্ষণ করে এবং সেই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়। সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।”
অনলাইনে এক প্রত্যক্ষদর্শীর প্রকাশিত ফুটেজে দেখা যায়, একাধিকবার গুলিবিদ্ধ হয়ে সেই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে।
নিকটস্থ একটি ভবন থেকে যে নারী এই ফুটেজ ধারণ করেছেন তিনি গুলির শব্দের পাশাপাশি পরিষ্কার চিৎকার শুনতে পাচ্ছিলেন, “ওহ মাই গড! ওহ মাই গড! ওহ মাই গড!”
স্থানীয় অধিবাসী রয় নাইন নিউজকে বলেন, গোলাগুলির আওয়াজ তিনি পরিষ্কারভাবে শুনেছেন।
“আমি তিনটি বিকট শব্দ শুনেছি। শব্দ শুনে মনে হচ্ছিল এগুলো পটকার শব্দ।”
“বাড়ির পাশের পুলিশ স্টেশনে এমন কিছু ঘটতে পারে তা আপনি ভাবতেও পারবেন না।”
একজন পুরুষ কনস্টেবল গুলিতে আহত হয়েছেন। তার মাথার পেছনে ছড়ড়া গুলি লেগেছে এবং তাকে ওয়েস্টমিড হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর নয় বলে পুলিশ জানিয়েছে।
আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন, তবে সেগুলো বন্দুকের গুলির আঘাতজনিত নয়।
এই ঘটনার সূত্রপাত হয় রাত ৮.৪৫ এ এই বন্দুকধারী যখন মেরিওংয়ের কোয়েকার্স রোডের একটি বাড়িতে গুলি করে। এরপর সে গাড়ি চালিয়ে সেইন্ট মেরিজ পুলিশ স্টেশনে যায় এবং ৯.১৫ এর দিকে পুলিশ স্টেশনের ভবন লক্ষ করে গুলি ছুঁড়ে।
এই ঘটনার তদন্ত করবে স্টেট ক্রাইম কমান্ডের হমিসাইড স্কোয়াড।
পেনরিথ পুলিশ স্টেশন এবং সেইন্ট মেরিজ পুলিশ স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
ডেপুটি কমিশনার বলেন,
“পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়া এবং পুলিশকে আহত করা এবং পুলিশকে আত্মরক্ষায় বাধ্য করা এবং পাল্টা গুলি ছুঁড়তে বাধ্য করার বিষয়টি খুবই উদ্বেগের।”