মেলবোর্নের সিনিয়র ক্যাথোলিক বলেন, শিশু নিপীড়নকারীর কথা পুলিশকে জানাবেন না তিনি

NACA Feature

Archbishop-elect Peter Comensoli (left) is seen during a mass to officially replace the retiring Archbishop of Melbourne, Denis Hart. Source: AAP

মেলবোর্নের জ্যেষ্ঠ ক্যাথোলিক বলেছেন, কেউ যদি কনফেশনের সময় বলেন, তিনি কোনো শিশুকে যৌন নির্যাতন করেছেন, তবে তিনি সেটা পুলিশকে জানাবেন না। এর চেয়ে বরং তিনি জেলে যেতে রাজি। গত ১৪ আগস্ট ভিক্টোরিয়ায় পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে যেখানে ধর্মীয় নেতাদের দ্বারা সংঘটিত শিশু নিপীড়নের ঘটনা প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে।


ভিক্টোরিয়ার প্রিস্ট এবং ধর্মীয় নেতাগণ যদি শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ না করেন, তাহলে তারা তিন বছরের কারাদণ্ড পেতে পারেন। রাজ্যের পার্লামেন্টে উত্থাপিত এই নতুন আইনে বলা হয়েছে, শিশুদের উপর সন্দেহজনক শারীরিক এবং যৌন নির্যাতনের কোনো ঘটনা ঘটলে ধর্মীয় নেতাদেরকে বাধ্যতামূলকভাবে তা রিপোর্ট করতে হবে।

Listen to the feature in Bangla in the audio player above.

Follow SBS Bangla on .





























Share