মোনাশ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে, অস্ট্রেলিয়ায় তরুণরা ড্রাইভিং লাইসেন্স পেতে দীর্ঘ সময় অপেক্ষা না করে বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছে।
এই সমীক্ষাটিতে মেলবোর্ন, ব্রিসবেন, লন্ডন, নিউ ইয়র্ক এবং আটলান্টায় তরুণ বয়সীদের জীবনের বিভিন্ন পর্যায়ে ভ্রমণ-আচরণের তুলনা করা হয়েছে।
নিউ ইয়র্ক ব্যাতীত সমস্ত শহরগুলোতে বিগত ১০ থেকে ১৫ বছরে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার রেকর্ড পরিমাণ, কয়েক হাজার কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।
শীর্ষস্থানীয় গবেষক, মোনাশ বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টর অ্যালেক্সা ডেল-বোস বলেন, যুবক-যুবতীদের দ্বারা গণ-পরিবহনের বর্ধিত ব্যবহার অন্যান্য আচরণগত প্রবণতাগুলোকে দৃশ্যমান করে।
তিনি বলেন, ভিক্টোরিয়ায় ১৮ থেকে ২৩ বছর বয়সীদের লাইসেন্স পাওয়া ২০০০ সালের পরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
ডক্টর ডেল-বোস বলেন, বাস নেটওয়ার্কে বিনিয়োগ আরও বেশি তরুণকে মেলবোর্ন এবং ব্রিসবেন উভয় জায়গায় গণ-পরিবহন ব্যবহার করতে উৎসাহিত করেছিল।
ভিক্টোরিয়ার পাবলিক ট্রান্সপোর্ট ইউজার্স অ্যাসোসিয়েশনের ড্যানিয়েল বোয়েন বলেন, যেহেতু মেলবোর্ন এবং সিডনি আরও নগরায়িত হয়েছে এবং তাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, গাড়ি চালানো ছাড়া অন্য বিকল্পগুলো আকর্ষণীয় হয়ে উঠেছে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।