অস্ট্রেলিয়ায় কর্মীরা কম মজুরি পাচ্ছে বলে রিপোর্টে প্রকাশ

Worker in an apple orchard

Worker in an apple orchard. Source: SBS

কর্মীদের ন্যাশনাল ইউনিয়নের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন ফার্মে কর্মরত দুই-তৃতীয়াংশ শ্রমিক নির্ধারিত মজুরি-হারের সর্বনিম্ন মজুরির চাইতে কম মজুরি পাচ্ছে। ইউনিয়নগুলো মেজর সুপারমার্কেট চেইনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, এই বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য।


কর্মীদের ন্যাশনাল ইউনিয়নের একটি রিপোর্টে বলা হয়েছে, হর্টিকালচারাল ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা ভয়াবহ। আর, দুই-তৃতীয়াংশ ফার্মগুলোতে কর্মরত শ্রমিকরা নির্ধারিত সর্বনিম্ন হারের মজুরির চাইতে কম মজুরি পায়। তাদের গড় মজুরি ঘণ্টায় ১৫ ডলারের কম।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share