অস্ট্রেলিয়ায় প্রতি ছয় জন নারীর মধ্যে একজন এবং প্রতি ১৬ জন পুরুষের মধ্যে একজন তাদের পার্টনারের দ্বারা শারীরিক কিংবা যৌন সহিংসতায় আক্রান্ত হন।
বিয়ের মাধ্যমে পার্টনার ভিসায় আগত ব্যক্তিদের এ রকম নির্যাতনের শিকার হওয়ার সঠিক চিত্র জানা যায় না। ইংরেজি ভাষায় দুর্বলতা এবং কোথায় গেলে সহায়তা পাওয়া যাবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় বিদেশ থেকে আগত এই ভিসাধারীরা বিপাকে পড়ে যান। তাদের মনে ভয় ঢুকে যায়, তাদেরকে হয়তো দেশে ফেরত পাঠানো হবে। দেশে ফেরত গেলে নিজ পরিবার ও সমাজের কাছে মুখ দেখানো মুশকিল হবে ভেবেও অনেকে তাদের কষ্টের কথা চেপে যান।
পার্টনার ভিসা ও পারিবারিক সহিংসতা নিয়ে পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
২৫ জুলাই বৃহস্পতিবার রাত ৮.৩০ এ চোখ রাখুন এসবিএস ভাইসল্যান্ড-এ, দেখুন The Feed এর অনুষ্ঠান Prisoners of Marriage.