ক্যারেন পিস্ক আট বছর আগে যখন তার প্রিয় স্বামীকে হারান তার জীবনটা যেন মুহূর্তেই তোলপাড় হয়ে গেলো। এরপর তিনি তার বাকি জীবন একা কাটাতে চাননি, খুঁজে নিয়েছেন পারিবারিক বন্ধু আয়ান গ্রডেনকে তার বর্তমান পার্টনার হিসেবে।
একটি সুখী ও দীর্ঘ সম্পর্ক শেষ হয়ে যাওয়া পিসকের পরিবারের জন্য ছিল বিরাট ধাক্কা। তিনি স্বীকার করেন, নতুন করে সম্পর্ক তৈরি করার ফলে বেশ কিছু বাধা তাকে পেরোতে হয়েছে। তাকে দুই পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন থেকে শুরু করে আর্থিক সমস্যা নিয়েও ভাবতে হয়েছে।
সাউথ অস্ট্রেলিয়ার আইনজীবী ডি নো ডি রোজা লক্ষ্য করেছেন যে, অনেকেই যারা ডি ফেক্টো সম্পর্কে আবদ্ধ, তারা দ্বিতীয় বা তৃতীয় বিয়ের কথা ভাবেন।অনেকেই তাদের সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের মনোভাব কী হবে এ নিয়ে উদ্বিগ্ন থাকেন।
ভবিষ্যতে কী হবে বলা যায় না, ডি রোজা মনে করেন স্বল্প মেয়াদের জন্য হলেও তাদের সম্পদ যতটুকু সম্ভব আলাদা রাখা ভালো।
ক্লিনিকাল সাইকোলজিস্ট এলিজাবেথ শ রিলেশিনশিপ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস শাখা পরিচালনা করেন।
তিনি দম্পতিদের যে কোন অনভিপ্রেত ঘটনা এড়াতে বাস্তব বিষয় নিয়ে আলোচনার পরামর্শ দেন। তিনি বলেন, আর যাই হোক, আপনি তো আর নতুন করে সম্পদ গড়তে পারবেন না।
গত আদম শুমারিতে দেখা যায়, ৬৫ ঊর্ধ্ব প্রতি হাজার অস্ট্রেলিয়ান পুরুষদের মধ্যে ১.৮ জন এবং নারীদের মধ্যে ০.৮ জন তাদের সম্পর্কের ইতি ঘটিয়েছেন।
শয়ের মতে, জীবনের শেষ বয়সে পুনর্বিবাহ অনেক সময় সফল হয় না যদি না তারা শুরুতেই তৈরি না থাকেন।
সম্পর্ক ভেঙে গেলে বা কেউ বিপত্নীক বা স্বামীহারা হলে তাদের নতুন সম্পর্ক শুরুর বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রতিকূল হতে পারে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।