“বাংলাদেশ টেলিভিশন শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করে”

Mahfuza Akter

Controller/Programme Manager of Bangladesh Television (BTV) Mahafuza Aktar visited SBS HQ in Sydney on 24 May 2019. Source: SBS Bangla

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর কন্ট্রোলার প্রোগ্রাম মাহফুজা আক্তার সম্প্রতি অস্ট্রেলিয়া সফর করেন। পাবলিক মিডিয়া অ্যালায়েন্স অ্যাওয়ার্ড ২০১৯ এ ভূষিত হওয়ায় অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডকাস্টার এবং টেলিভিশনগুলো পরিদর্শন করার সুযোগ পান তিনি।


এ বছর পাবলিক মিডিয়া অ্যালায়েন্স (পিএমএ) অ্যাওয়ার্ড ২০১৯ এ ভূষিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর কন্ট্রোলার প্রোগ্রাম মাহফুজা আক্তার।

এই অ্যাওয়ার্ডের অংশ হিসেবে তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডকাস্টার এবং টেলিভিশনগুলো পরিদর্শন করার সুযোগ লাভ করেন।

সিডনিতে এসবিএস এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেন তিনি।

জনপ্রিয়তার দিক থেকে বিটিভি কোন অবস্থানে আছে জানতে চাওয়া হলে তিনি বলেন,

“জনপ্রিয়তার দিক থেকে বিটিভি, বলতেই হচ্ছে, নিউজ ছাড়া আমাদের প্রোগ্রামের মান অনেক ভাল।”

“আমরা সাধারণত পজিটিভ সাইডগুলো শেয়ার করি।”

“প্রোগ্রামের দিক থেকে আমরাই, বিটিভি, সব ধরনের মানুষের জন্য সব ধরনের প্রোগ্রাম তৈরি করি।”

মাহফুজা আরও বলেন, বিটিভির নাটক এখনও অনেক জনপ্রিয়। তার মতে, বিটিভি শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করে।

মাহফুজা আক্তারের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share