সানিয়া রুশদী বলেন তার উপন্যাসের উপকরণ তিনি ব্যাক্তিগত এবং পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকে পেয়েছেন। তার পরিবার এবং বন্ধুরা তাকে লিখতে উৎসাহিত করেন।সানিয়া তার গল্পে সাইকোলজিক্যাল ফিলসফিকে গুরুত্ব দিতে চান । তিনি মনে করেন মানুষের মনোজগৎ ভাষার ওপর নির্ভরশীল, এবং তিনি তার উপন্যাসের শেষের দিকে এ বিষয়টি নিয়ে বিতর্ক করতে চেয়েছেন।
Sanya Rushdi Source: Supplied
তিনি উপন্যাস বা গল্পে 'অপ্রমিত' ভাষা ব্যবহার করেন তবে তিনি মনে করেন এটা নির্ভর করবে গল্পের কনট্যাক্সটের ওপর, তিনি 'প্রমিত' ভাষাতেও লিখতে চান ।
ভবিষ্যতে তার আরও ভিন্ন ধরনের লেখার পরিকল্পনা আছে।