অস্ট্রেলিয়ান ইনডিজেনাস লেখক Bunurong গোত্রের Bruce Pascoe নিজেকে সাধারণ অস্ট্রেলিয়ান বলে বর্ণনা করেন।
অস্ট্রেলিয়ার অন্যতম প্রভাবশালী ইনডিজেনাস ঐতিহাসিক হিসেবে তাকে গণ্য করা হয়। সম্প্রতি তিনি বলছেন, অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম তাদের ইতিহাস বইয়ের মাধ্যমে বিপথে চালিত হচ্ছে। তারা এই ভুল ধারণায় নিপতিত হচ্ছে যে, অ্যাবোরিজিনালরা শুধুমাত্র হান্টার-গ্যাদারার সমাজ মাত্র।
মিস্টার Pascoe এই ধ্যান-ধারণাকে চ্যালেঞ্জ করেন তার বই ডার্ক এমু-তে। এসবিএস নিউজকে তিনি বলেন, অ্যাবোরিজিনাল এবং টরেস স্ট্রেইট আইল্যান্ডারদের সংস্কৃতি নিয়ে এটাই সবচেয়ে বড় ভুল ধারণা।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।