National Aborigines and Islanders Day Observance Committee যা সংক্ষেপে NAIDOC নামে পরিচিত। NAIDOC কর্তৃক আয়োজিত এই এক্টিভিজমের শুরু ১৯২০ ও ৩০শের দশকে।
১৯৩৮ সালের অস্ট্রেলিয়া ডে তে প্রতিবাদস্বরূপ সিডনিতে যে মার্চ অনুষ্ঠিত হয় তাকে তারা Day of Mourning বলে অভিহিত করে। এই মার্চের সাফল্য থেকে তারা প্রতিবছর অস্ট্রেলিয়া ডে-র আগের রোববারকে Day of Mourning বলে পালন করে আসছেন যাকে National Aborigines Day বলা হয়ে থাকে।
এই দিনটি পরে জুলাই মাসে নিয়ে আসা হয় এবং এই প্রতিবাদ দিবস অনেকটা এবোরজিনাল সংস্কৃতি উদযাপনের বিষয় হয়ে উঠে। ১৯৭৫ সালে সিদ্ধান্ত হয় এই বার্ষিক স্মৃতিচারণকে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে পরিণত করার যা জুলাই মাসের প্রথম রোববার থেকে দ্বিতীয় রোববার পর্যন্ত অনুষ্ঠিত হয়ে আসছে।
ন্যাশনাল নাইডক কমিটির কে-চেয়ার জন পল জানকি বলেন, এ বছরের থিম 'Voice. Treaty. Truth. Let's work together for a shared future' যাতে সত্য প্রকাশের অদম্য জিজ্ঞাসার প্রতিফলন থাকবে।