সিডনির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি)-তে বেশ কয়েকজনকে ছুরিকাহত করার প্রচেষ্টা চালান এক ব্যক্তি। এই ঘটনায় আহত এক নারী রক্তাক্ত অবস্থায় হাসপাতাল গিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে নিউ সাউথ ওয়েলস পুলিস বলেছে, একটি হোটেলে এক নারী ছুরিকাহত হওয়ার পর এক ব্যক্তিকে কাস্টোডিতে নেওয়া হয়েছে।
পিঠে ছুরির আঘাতপ্রাপ্ত ঐ নারীকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত।
এসবিএস নিউজকে পুলিসের এক মুখপাত্র নিশ্চিত করেন যে, কাছাকাছি একটি ভবনে অন্য একজন নারীর মৃতদেহ পাওয়া গেছে।
তিনি বলেন,
“আজ বিকেল ৩.১৫ এর দিকে ক্ল্যারেন্স স্ট্রিটের একটি ইউনিটের ভিতরে এক নারীর মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনা নিয়ে খোঁজ-খবর করা হচ্ছে।”
“সিডনি সিটি পুলিস এরিয়া কমান্ড-এর কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং এর আগে ক্ল্যারেন্স ও কিং স্ট্রিটের কোণাতে যে হোটেলে ছুরি মারার ঘটনা ঘটেছে, তার সঙ্গে এর যোগসূত্র আছে কিনা তার খোঁজ নিচ্ছে।”
ইয়র্ক স্ট্রিটে ছুরি নিয়ে এক ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে- এ রকম রিপোর্ট পাওয়ার পর আজ বেলা দু’টোর দিকে সিডনি সিবিডির দিকে পুলিশ, ফায়ার ও অ্যাম্বুলেন্স সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি দ্রুত গতিতে ধাবিত হয়।কিছুক্ষণ পর, পুলিশ ধরার আগেই জনগণ সেই ব্যক্তিকে আটক করে। তখন সে ব্যক্তিকে ডে স্ট্রিট পুলিস স্টেশনে নেওয়া হয়।
The man being arrested. Source: Samantha Hutchison
নিউ সাউথ ওয়েলস পুলিস-এর গ্যাভিন উড গণমাধ্যমকে বলেন,
“গুরুত্বপূর্ণ বিষয় হলো হুমকি দূর করা হয়েছে।”
“আক্রমণকারীকে বেশ কয়েকজন সাধারণ মানুষ শারীরিকভাবে বাধা দিয়ে বিরত রাখে। আমি সেই জনগণের স্বীকৃতি দিতে চাই যারা এই ঘটনায় অংশ নিয়েছে। তারা অনেক সাহসের পরিচয় দিয়েছেন এবং আমি গুরুত্বের সঙ্গেই এই শব্দ ব্যবহার করছি। তারা তাৎপর্যপূর্ণভাবেই সাহসী ছিলেন।”
“আজকের এই ঘটনার পেছনের কারণ ও যৌক্তিকতা সম্পর্কে আমরা জানি না।”
জনগণকে সেই এলাকা পরিহার করতে অনুরোধ করা হয়েছে।
এএপি-কে এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, একজন তরুণের হাতে ৩০ সেন্টিমিটারের একটি কিচেন-নাইফ ছিল। প্রত্যক্ষদর্শী জ্যাক বেরি বলেন, ইয়র্ক স্ট্রিটে সেই লোকটিকে তিনি পড়ে যেতে দেখেন। “সে পড়ে যাচ্ছিল তাই সে একটি কিচেন-নাইফ ফেলে দেয়।”
৩৭ বছর বয়সী পল ও’শৌগনেসি এবং তার ভাই লুক, ৩০, এক ব্যক্তিকে দেখতে পান যার কাছে একটি ছুরি ছিল।
তারা দু’জন মিলে সেই ব্যক্তিকে ধাওয়া করেন এবং তৃতীয় এক ব্যক্তির সহায়তায় অবশেষে তাকে ধরতে সক্ষম হন।
টুইটারে পুলিসের পক্ষ থেকে বলা হয়, “এই এলাকা পরিহার করুন, প্লিজ”।
টেজাস ওজা এসবিএস নিউজকে বলেন, কাছাকাছি কোনো এক স্থানে তিনি তখন মাত্র তার মিটিং শেষ করেছেন এবং তারপর সেখানে এসেছেন যখন পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করছিল।
তিনি বলেন,
“পুলিশ তাকে ধরে মাটিতে চেপে ধরছিল। মানুষের কাছে আমি শুনলাম তার হাতে একটি ছুরি ছিল এবং পুলিশ ধরার আগে সে সবাইকে ছুরি দিয়ে আঘাত করছিল।”
“আমি শুনেছি এই লোক কোথা থেকে এসেছে কেউ জানে না। যারা লাঞ্চ করছিল তাদের সবাইকে সে ছুরি মারছিল।”
তিনি বলেন, জনগণ “নিশ্চিতভাবেই ভয় পেয়েছে।”
টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সেই লোকটি পুলিশের প্রতি চিৎকার করে গালি দিয়ে বলছিল, তার মাথায় গুলি করতে। তারপর তাকে মাটিতে ফেলে চেপে ধরা হয় এবং তার মাথায় একটি মিল্কক্রেট দিয়ে আঘাত করা হয়।
কেউ একজন তখন বলিছিল, “দিনে-দুপুরে সে একটি মেয়েকে ছুরি মেরেছে।”
উবার-চালক লিওন টু-জিপি রেডিওকে বলেছেন বলে জানা গেছে যে, শার্ট-বিহীন, রক্ত মাখা এক লোক একটি ছুরি বহন করছিল। সে তার গাড়ির বনেটের উপর দিয়ে লাফিয়ে পার হয়ে যায়। সেই লোকটিকে পুলিশ ও ফায়ার-ফাইটাররা ধাওয়া করছিল। তার মতে, লোকটির বয়স ২৩ থেকে ২৪ বছর এবং দেখে মনে হচ্ছিল সে কিছু একটা করতে চাচ্ছে।
If you are struggling mentally contact lifeline crisis support and suicide prevention on 13 11 14 or visit .