SBS Examines: দক্ষ অভিবাসীরা যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না, অস্ট্রেলিয়া হারাচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার

Taxi driver talking to client

Many skilled migrants end up working in manual jobs with low qualifications. Source: Getty / Hinterhaus Productions

অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। কিন্তু একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে অস্ট্রেলিয়ায় অন্তত ৬০০,০০০-এর বেশি লোক রয়েছে, যারা দক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছে না।


কেন অভিবাসীরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে পেতে সংগ্রাম করছে - সে বিষয়ে আলোচনা করা হয়েছে আজকের এসবিএস এক্সামিনস প্রতিবেদনে।

মুহাম্মদ কাসিম পাকিস্তান থেকে এসেছেন ২০১৮ সালে এবং একজন পূর্ণকালীন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করছেন।

মুহাম্মদের এই কাহিনী অস্ট্রেলিয়ায় একটি সাধারণ ঘটনা।

নিজ দেশ পাকিস্তানে আইটিতে পড়াশোনা এবং কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন, এরপর থেকে তিনি তার নির্বাচিত ক্ষেত্রে কাজ খুঁজে পেতে সংগ্রাম করছেন।

সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল-এর এক্টিভেট অস্ট্রেলিয়া স্কিলস-এর ক্যাম্পেইন ম্যানেজার লিলি জিয়াং বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রায় অর্ধেক অভিবাসী যারা গত ১৫ বছরে এসেছেন তারা তাদের দক্ষতা অনুযায়ী কাজ পান না।

এসএসআই-এর সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, অভিবাসী কর্মীরা যদি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী কর্মীদের মতো একই হারে তাদের দক্ষতা অনুযায়ী কাজ পেতো তাহলে দশ বছরে ৭০ বিলিয়ন ডলারের সমান অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন হতো।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। আরও জানতে দেখুন।

এসবিএস বাংলার আরও 
শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং 
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 


Share