মিঃ অর্ণব রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ভিক্টোরিয়া সরকারের কোভিড ১৯ বিষয়ক তথ্য এখন বাংলায় জানা যাচ্ছে। ভারতের কলকাতায় বড়ো হওয়া মিঃ রায় এসবিএস বাংলাকে জানাচ্ছেন কি প্রক্রিয়ায় তিনি এটা সম্ভব করলেন।
গুরুত্বপূর্ণ দিক
- ফ্যামিলি ভায়োলেন্সের শিকার একজন প্রবীণ ভারতীয় নাগরিককে সাহায্য করতে গিয়ে মিঃ রায় নিজ ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার বিষয়টি উপলব্ধি করেন।
- ভিক্টোরিয়া কর্তৃপক্ষকে বাংলা ভাষায় কোভিড ১৯ বিষয়ক তথ্য পাওয়া যায় না, এ বিষয়টি জানালে তিনি দ্রুত সাড়া পান।
- মিঃ রায় মনে করেন, ভিক্টোরিয়ায় দুই বাংলা থেকে আগত বাংলাভাষী কমিউনিটি দ্রুত বর্ধনশীল এবং বেশ সফল।
মিঃ অর্ণব রায় এসবিএস বাংলাকে জানান, ভিক্টোরিয়া রাজ্যে তার এলাকা সিটি অফ গ্লেন আয়রা এখন থেকে সকল গুরুত্বপূর্ণ সরকারি তথ্য বাংলায় পাওয়া যাবে, কর্তৃপক্ষ তাকে এটি নিশ্চিত করেছে।
তিনি বলেন, তার আদি নিবাস পূর্ববঙ্গের বরিশাল, তবে বড় হয়েছেন কলকাতায়। দেশের স্মৃতি বিশেষ করে কলকাতার স্মৃতি তাকে ভীষণ তাড়িত করে।
তবে মিঃ রায় অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বাস করতে পেরে অত্যন্ত সুখী।
"অস্ট্রেলিয়া হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি, আমি এখন ক্যারিয়ার পরিবর্তন করতে নতুন করে পড়াশোনা করছি। এতে যে সহায়তা পাচ্ছি, তা অস্ট্রেলিয়া বলেই সম্ভব।"
তিনি বলেন, তার ৭০ বছর বয়স্ক মা করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় রয়েছেন, অস্ট্রেলিয়ার উন্নত চিকিৎসা এবং ফিজিওথেরাপি নিয়ে তিনি এখন ১০ কেজি ওজন তুলতে পারেন যা হয়তো তার দেশে সম্ভব হতো না।
মিঃ অর্ণব ঘোষ রায় 'বাংলা পক্ষ' নামে একটি সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী; সংগঠনটি বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি বিকাশে ও রক্ষায় কাজ করে যাচ্ছে।
মিঃ অর্ণব ঘোষ রায়ের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন
আরো দেখুনঃ