প্রাইভেসি অ্যাক্ট নিয়ে দু’বছর পর্যালোচনার পর, গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা শক্তিশালী করার জন্য এক্ষেত্রে বেশ কিছু সংস্কার সাধনের জন্য একমত হয়েছে সরকার। ২০২৪ সাল নাগাদ এগুলো আইনে পরিণত করতে চায় সরকার।
প্রাইভেসি অ্যাক্ট-এর পর্যালোচনায় ব্যক্তিগত তথ্যের নতুন করে সংজ্ঞায়ন করা হয়েছে এবং প্রাইভেসি ব্রিচ বা গোপনীয়তা লঙ্ঘনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ানদেরকে দেওয়ানী মামলা করার সুযোগ দেওয়ার সুপারিশ রাখা হয়েছে। তাদের ১১৬টি সুপারিশের মধ্যে সরকার ৩৮টির সঙ্গে একমত হয়েছে। এর মধ্যে রয়েছে, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের মতো ক্ষেত্রগুলোতে শিশুদের অনলাইন প্রাইভেসি সুরক্ষার জন্য নতুন আইন রাখার বিষয়টিও।
জুলওয়াকার মোহাম্মদ আল-কবীরের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS