কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব পড়তে চলেছে শিক্ষাক্ষেত্রে । এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে চ্যাটজিপিটি।
চ্যাটজিপিটি আসলে কী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের উপর এটি কী প্রভাব ফেলছে, কীভাবে এর ব্যবহার হতে পারে, বা এর ব্যবহারে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে এসব ব্যাপারে প্রশ্ন আসছে অনেক শিক্ষার্থীর মনে।
এসব বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মেলবোর্নের লা ট্রব ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির শিক্ষক ড. সৈয়দ ইসরার মাহবুব।
লা ট্রব ইউনিভার্সিটির শিক্ষক ড. সৈয়দ ইসরার মাহবুব শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যহারে সতর্ক থাকার পরামর্শ দেন। Credit: Supplied by Dr Syed Esrar Mahbub
আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভাষা-সমস্যার কারণে অনেক সময় চ্যাটজিপিটি ব্যবহারে আগ্রহী হন।
ড. মাহবুব বলেন, অস্ট্রেলিয়ার সব বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের সহায়তা করার জন্যে অনেক সুযোগ থাকে, সেগুলো ব্যবহার করে দুর্বলতা কাটানো সম্ভব।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ার বাটনে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।