“আমরা আশা করি একদিন আমরা সম-অধিকার পাব”

20240810_195919.jpg

ইন্টারন্যাশনাল ডে অব দ্য ওয়ার্ল্ড’স ইনডিজেনাস পিপলস উপলক্ষে সঙ্গীত পরিবেশন করছেন অমিত দেওয়ান (ডানে) এবং জয়েশ দেওয়ান। বাংলাদেশের রাঙ্গামাটির চাকমা জনগোষ্ঠীর অমিত দেওয়ান বলেন, “আমরা আশা করি একদিন আমরা সম অধিকার পাব”। Source: SBS / Sunita Pokharel

প্রতিবছর ৯ আগস্ট পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অব দ্য ওয়ার্ল্ড’স ইনডিজেনাস পিপলস। গত ১০ আগস্ট, ২০২৪ শনিবার সিডনিতে এটি উদযাপন করে নেপালিজ ইনডিজেনাস ন্যাশনালিটিজ ফোরাম অস্ট্রেলিয়া (NINFA)। এতে অংশগ্রহণকারী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর দু’জনের সঙ্গে কথা বলেছেন এসবিএস নেপালীর সুনীতা পোখরেল।


অমিত দেওয়ান এবং জয়েশ দেওয়ানের সাক্ষাৎকার শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share