ভিক্টোরিয়ার বাংলাভাষী কমুনিটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে 'ট্যালেন্ট হান্ট' কর্মসূচি

ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নসহ অন্যান্য স্থানে বিচ্ছিন্নভাবে অনেক বাংলাভাষী পরিবারে শিশু কিশোররা পারফর্মিং আর্টে বেশ কৃতিত্ব দেখিয়ে আসছে। কিন্তু তাদেরকে কমুনিটির কোন অনুষ্ঠানে দেখা যায় না। তাই আড়ালে থাকা এই প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করতে কমিউনিটির সংগঠনগুলো উদ্যোগ নিয়েছে 'ট্যালেন্ট হান্টে'র।

Bangladeshi Community

ভিক্টোরিয়ার বাংলাভাষী কমুনিটির উদ্যোগে 'ট্যালেন্ট হান্ট' কর্মসূচি Source: Supplied

'ট্যালেন্ট হান্ট' কর্মসূচিটির উদ্যোক্তা হচ্ছে সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনকরপোরেশন। যেসব ক্ষেত্রে পারফর্মার খোঁজা হচ্ছে সেগুলো হলো নৃত্য, সংগীত, ক্রিয়েটিভ আর্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং মডেলিং। 

নির্বাচিত অংশগ্রহণকারীদের মেন্টরসহ বিভিন্ন ওয়ার্কশপে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষিত পারফর্মারদের আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য মেলবোর্নের ইয়ারা নদীর পাড়ে বিরারাঙ মারে বাংলাভাষীদের আয়োজনে বৃহত্তম বৈশাখীমেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হবে।
Bangladeshi Community
নির্বাচিত অংশগ্রহণকারীদের বৈশাখীমেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হবে Source: facebook/ Jaedi Sajib
'ট্যালেন্ট হান্টে'র পক্ষ থেকে এই কর্মসূচির অন্যতম সংগঠক জায়েদি সজীব জানান, "আমাদের এখানে অনেক বাংলাভাষী ছেলেমেয়েরা নিজ নিজ উদ্যোগে নাচ, গান, অভিনয় কিংবা বাদ্যযন্ত্র বাজাতে বেশ পারদর্শী। কিন্তু এদেরকে কোথাও পারফর্ম করতে দেখা যায় না। যারা বাংলা স্কুল বা সহযোগী সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত শুধু তাদেরকেই বিভিন্ন অনুষ্ঠানে দেখি। কিন্তু আমরা ভেবে দেখেছি এই আড়ালে থাকা প্রতিভাগুলোকে যদি সুযোগ দেয়া যায় তবে তারা বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চ্চা এবং বিকাশে সামষ্টিকভাবে আরো অবদান রাখতে পারবে। কিন্তু তাদের জন্য চাই একটি প্লাটফর্ম। তাই এই প্রতিভাগুলোকে খুঁজে বের করতে আমরা এমন উদ্যোগ নিয়েছি। "

তাদের পারফর্মেন্স কি কোন প্রতিযোগিতার মাধ্যমে নির্ণয় করা হবে? -এর উত্তরে মিঃ জায়েদি জানান, "এটা কোন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান বা কর্মসূচি নয়। এখান থেকে সম্ভাবনাময় পারফর্মারদের খুঁজে নিয়ে আমরা তাদেরকে মেন্টর দেব যাতে তারা আরো ভালো ভাবে প্রশিক্ষণ পায়।"

তিনি বলেন, 'ট্যালেন্ট হান্টে'র এই কর্মসূচিতে অংশ নিতে তারা বেশ সাড়া পাচ্ছেন।  মেলবোর্নের এসবার্টন এলাকার এসবার্টন লাইব্রেরিতে আগামী ১৫ ও ১৬ই ফেব্রুয়ারিতে অডিশনের আয়োজন করা হয়েছে এবং এটি ৬ থেকে ১৮ বছর বয়সী বাংলাভাষী শিশু-কিশোরদের উন্মুক্ত।

আরো পড়ুন : 

Share
Published 14 January 2020 5:52pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends