বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৪৮তম বিজয় উদযাপন করছে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটি

ডিসেম্বর মাস বাংলাদেশিদের জন্য বিশেষ মাস। বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় অর্জন করেছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৪৮তম বিজয় উদযাপন করছে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটি। এ উপলক্ষে মেলবোর্নের বিভিন্ন সংগঠন আয়োজন করেছে নানাবিধ অনুষ্ঠানের।

Bangladeshi community

বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে বিজয় অর্জন করেছিল Source: Supplied

সম্মিলিত বিজয় দিবস উদযাপন পরিষদ ২০১৯-এর পক্ষ থেকে জায়েদী সজীব জানান, আগামী শনিবার ৭ই ডিসেম্বর সন্ধ্যা ৬:৩০-এ অনুষ্ঠান শুরু হবে। মেলবোর্নের কিইসবরোতে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মেলবোর্নে বসবাসরত সাতজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হবে। এছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের ভিডিও ক্লিপ, বাংলাদেশের বাইরে মুক্তিযুদ্ধ কালীন সময়ে প্রবাসীদের উদ্যোগ নিয়ে আলাপচারিতা এবং  মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। 

সানশাইন বাংলা স্কুল বাংলাদেশের স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে রবিবার ১৫ই ডিসেম্বর মেলবোর্নের পশ্চিমে ব্রিমব্যাংক পার্কে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানটিতে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

মেলবোর্নের অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশন বিজয় দিবস উপলক্ষে মেলবোর্নে বসবাসরত চারজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে। তারা হচ্ছেন সর্বজনাব কামরুল চৌধুরী, শামসুজ্জামান তৈমুর, লুৎফর রাব্বি, এবং মাজহারুল হক চৌধুরী।

সংগঠনটির  কালচারাল সেক্রেটারি শামসুল আরেফিন বিপুল জানান, তারা রবিবার ১৫ ডিসেম্বর নোবেল পার্কের কারওয়াথা কলেজ জিমনেসিয়াম হলে একটি দিনব্যাপী বিজয় মেলা আয়োজন করছেন। এতে ব্যান্ডসংগীত পরিবেশন করবে ব্যান্ড ওয়ান মেলবোর্ন। 

এছাড়াও থাকবে গান, কোরাস, নৃত্য এবং কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক পরিবেশনা; থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নানা ধরণের খাবারের ষ্টল এবং ঐতিহ্যবাহী বাংলাদেশী পোশাক, বুটিক এবং জুয়েলারীর ষ্টল। 

এছাড়াও মেলবোর্নের ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর রোববার, বিকেলে ৫টায় আয়োজন করেছে কবিতা আবৃতি, সাংকৃতিক অনুষ্ঠান, আলোচনা, এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনীর। ভিবিসিএফের সভাপতি ইউসুফ আলী জানান, অনুষ্ঠান শুরু হবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হবে।  

স্কুলের ছাত্রছাত্রীরা বিজয় দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ২ মিনিটের বক্তব্য প্রদান করবে। এছাড়াও বিজয় দিবসের পটভূমিতে ছাত্রছাত্রীদের আঁকা চিত্রাঙ্কন প্রদর্শনীর কর্মসূচিও থাকবে। 




Share
Published 3 December 2019 4:39pm
Updated 3 December 2019 4:44pm
By Shahan Alam

Share this with family and friends