ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) প্রতিষ্ঠিত হয় প্রায় পাঁচ বছর আগে। এটি একটি অলাভজনক সংগঠন। এর পাঁচটি অঙ্গ-সংগঠন আছে। এগুলো হলো: ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল, ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরি, ভিক্টোরিয়ান বাংলাদেশী স্পোর্টস ক্লাব, ওয়েস্টার্ন রিজিওন ইসলামিক ক্লাসেস এবং ভিক্টোরিয়ান বাংলাদেশী কালচারাল সোসাইটি, প্রবাস ধ্বনি।
ভিবিসিএফ-এর প্রেসিডেন্ট নুসরাত ইসলাম বর্ষা বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশী কমিউনিটিকে একত্রিতকরণ এবং তাদের উন্নয়নে কাজ করাই এই সংগঠনটির উদ্দেশ্য।তারা একটি শহীদ মিনার তৈরির প্রকল্প নিয়ে কাজ করছেন। নুসরাত বর্ষা জানিয়েছেন, ডিসেম্বর ২০১৯ নাগাদ উইন্ডহ্যাম সিটি কাউন্সিল এ বিষয়ক একটি বিজনেস কেস স্টেট ফান্ডিংয়ের জন্য জমা দিবে।
Source: Supplied
ভিবিসিএফ বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ মেলা, ইফতার এবং ঈদ বাজারের আয়োজন তারা করেছে।
নারী ও শিশুদের জন্য প্রতি সপ্তাহে ব্যাডমিন্টন ও টেবিলটেনিসের আয়োজন করা হয় বলে জানান তিনি। এছাড়া, একটি কমিউনিটি হাব প্রতিষ্ঠার কাজও চলছে।
প্রকৌশলী নুসরাত ইসলাম বর্ষা সম্প্রতি ২০২১ অবধি উত্তর-পশ্চিম মেট্রোপলিটান অঞ্চলের জন্য ভিক্টোরিয়ান মাল্টিকালচারাল কমিশনের আঞ্চলিক উপদেষ্টা কাউন্সিল (আরএসি)-এর সদস্য নিযুক্ত হয়েছেন।
আরএসি-র সদস্য হিসেবে তিনি ভিক্টোরিয়ান মাল্টিকালচারাল কমিশনে বিভিন্ন কমিউনিটির কাছে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা তুলে ধরবেন এবং অভিবাসী ও শরণার্থী সেবা, চাকুরি, শিক্ষা ও আবাসন সম্পর্কিত বিষয়গুলোর জরুরি ও মাঠ পর্যায়ের সমস্যার সমাধানে কাজ করবেন। তিনি এসব সমস্যার ইতিবাচক পরিবর্তনের জন্য সম্ভাব্য সমাধান এবং কৌশল নির্ধারণে সহায়তা করবেন।
প্রকৌশলী নুসরাত ইসলাম বর্ষার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।