প্রায় চার শতাধিক দর্শক সমাগমে জাঁকজমকভাবে সম্পন্ন হলো ওয়েস্টার্ন রিজিওন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। অস্ট্রেলিয়ার ভিকটোরিয়া রাজ্যের বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় সংগঠন ভিকটোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) এবং তাদের প্রতিষ্ঠিত ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল প্রতিবছর এমন একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকে।অনুষ্ঠানটির আয়োজনের যাতে যুক্ত এবং ভিকটোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরির লাইব্রেরি কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস নৌজুলা এসবিএস বাংলাকে বলেন, "সারাবছর বাংলাভাষী শিক্ষার্থীরা প্রতি রবিবার বিকেলে এই স্কুলে আসে বাংলা শিখতে| বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কেও তারা জ্ঞানলাভ করে। এখানে উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া একটি বহু ভাষা এবং সংস্কৃতির দেশ হিসেবে প্রবাসী অধিবাসীরা যাতে তাদের নিজ নিজ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখে তা উৎসাহিত করা হয়। এ ধারাবাহিকতার ব্যতিক্রম এবারও ঘটেনি। উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের নবনির্বাচিত মেয়র জশ গিলিগ্যান এ অনুষ্ঠানে এসেছিলেন প্রধান অতিথি হিসেবে।"অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে থাকা ভিবিসিএফ-এর কালচারাল সেক্রেটারি ফারিহা সালাহউদ্দিন জানান, “আজকের এ সাংস্কৃতিক সন্ধ্যার সব আয়োজন আমাদের বাংলা স্কুলের খুদে শিক্ষার্থীদের জন্য| তারা নেচেছে, গেয়েছে, আবৃত্তি করেছে। এমনকি, তারা উপস্থাপনা এবং ফ্যাশন শোও করেছে। তবে এবারের সাংস্কৃতিক সন্ধ্যাটি একটু অন্যরকম ছিল বিগত বছরগুলোর তুলনায়। এবার বাংলা স্কুলের ৫৫ জন শিশুর অংশগ্রহণে নির্মিত একটি শর্টফিল্ম “কান্ট্রি ইন মাই হার্ট” এর শুভমুক্তিও ঘটে এ অনুষ্ঠানে। উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের মেয়র জশ মুগ্ধ হয়ে উপভোগ করেন ১৫ মিনিটের এই শর্টফিল্মটি; আবার ফিরে যাওয়ার সময়ে এর উচ্ছসিত প্রশংসাও করেন।”
বাংলা স্কুলের খুদে শিক্ষার্থীদের পারফরমেন্স Source: জান্নাতুল ফেরদৌস নৌজুলা
ভিবিসিএফ-এর প্রেসিডেন্ট নুসরাত ইসলাম বর্ষা এবং জেনারেল সেক্রেটারি ইউসুফ আলী সমাপনী বক্তব্য রাখেন Source: জান্নাতুল ফেরদৌস নৌজুলা
অনুষ্ঠান শেষে ভিবিসিএফ-এর প্রেসিডেন্ট নুসরাত ইসলাম বর্ষা এবং জেনারেল সেক্রেটারি ইউসুফ আলী সমাপনী বক্তব্য রাখেন। সবশেষে, ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের প্রিন্সিপ্যাল মোর্শেদ কামালসহ ভিবিসিএফ-এর সকল কাউন্সিল মেম্বার মঞ্চে উপস্থিক থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের হাতে “গুডি ব্যাগ” তুলে দেন।