ছেলে-বন্ধুর সঙ্গে সম্পর্ক থাকার সময়ে ব্যক্তিগত কিছু ছবি পাঠায় এক স্কুল-শিক্ষার্থী। পরবর্তীতে সেগুলো প্রকাশ করে দেওয়া হয়।
ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট-এর মতে, দেশ জুড়ে এ রকম ঘটনা ঘটছে।
অনুমতি ছাড়া ছবি ও ভিডিও শেয়ার করার বিষয়ে তিনি ১,৬০০ রিপোর্ট পেয়েছেন। এগুলোর তিনভাগের এক ভাগ হলো ১৮ বছরের কম-বয়সী বালক-বালিকার। এসবিএস নিউজকে তিনি বলেন, এই বিষয়ে খুব কমই রিপোর্ট করা হয়।
কম-বয়সী অস্ট্রেলিয়ানদের মাঝে এই প্রবণতা বেশি দেখা যায়। ই-সেফটি কমিশনার এই ভিডিওটি প্রকাশ করছেন, এবং এ সংশ্লিষ্ট অন্যান্য উপকরণ, যেমন স্কুলের পাঠ-পরিকল্পনাও প্রকাশ করছেন।
এক্ষেত্রে অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।
ই-সেফটি কমিশনার আরও বলেন, সেক্সটিং ইস্যু নিয়ন্ত্রণে কোনো কোনো স্কুল কাজ করছে। তবে, অন্য স্কুলগুলো এক্ষেত্রে পিছনে পড়ে গেছে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।