অনলাইনে শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে রবলক্স এবং ইউবো

অস্ট্রেলিয়ায় প্রতি দশ জন শিশু-কিশোরের মধ্যে ছয় জন অনলাইনে মাল্টিপ্লেয়ার গেম খেলে। শিশুদেরকে সাইবার-বুলিইং থেকে রক্ষা করতে অস্ট্রেলিয়া সরকারের ই-সেফটি কমিশনারের টায়ার-১ সোশ্যাল মিডিয়া স্কিম-এ কাজ করবে রবলক্স এবং ইউবো।

an upset young girl in front of a personal computer

A Senate inquiry is examining the adequacy of existing cyberbullying offences. (AAP) Source: AAP

অস্ট্রেলিয়ান শিশুদেরকে সাইবার-বুলিইং থেকে রক্ষা করতে অস্ট্রেলিয়া সরকারের ই-সেফটি কমিশনারের টায়ার-১ সোশ্যাল মিডিয়া স্কিম-এ কাজ করবে রবলক্স এবং ইউবো। গতকাল অফিস অফ দি ই-সেফটি কমিশনার থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞতিতে () বলা হয়েছে, রবলক্স এবং ইউবো তাদের সঙ্গে একযোগে কাজ করবে।

রবলক্স হলো একটি গেমিং এবং সামাজিক-যোগাযোগ প্লাটফর্ম। আর ইউবো হলো একটি সামাজিক-যোগাযোগ বিষয়ক ভিডিও অ্যাপ। এটি আনুষ্ঠানিকভাবে ‘ইয়েলো’ নামে পরিচিত। বিশ্বে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ব্যবহারকারী ইউবো ব্যবহার করে। এর মাধ্যমে টিনেজাররা বন্ধু-বান্ধবদের মহল গড়ে তোলে।

ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বলেন,

‘এই পার্টনারশিপের মধ্য দিয়ে রবলক্স এবং ইউবো-এর অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কাজ করার সদিচ্ছা প্রকাশ পায়। তারা অনলাইনে শিশুদের সুরক্ষা দিবে। এর মাধ্যমে তাদের অঙ্গীকারও প্রকাশ পায় যে, ব্যবহারকারীদের সুরক্ষা দানে তারা বিনিয়োগ করতে থাকবে এবং প্রচেষ্টা চালিয়ে যাবে।’

ই-সেফটি কমিশনারের পক্ষ থেকে গতকাল ৮ মার্চ গবেষণা প্রতিবেদন () প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতি দশজনে ছয় জন শিশু-কিশোর অনলাইনে মাল্টি-প্লেয়ার গেম খেলে। তাদের মধ্যে শতকরা ১৭ ভাগ বা প্রায় দুই লাখ অস্ট্রেলিয়ান শিশু-কিশোর গত ১২ মাস সময়ের মধ্যে ইন-গেম বুলিইং বা নিগ্রহের শিকার হয়েছে।

ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট আরও বলেন,

‘প্রথম মাল্টি-প্লেয়ার অনলাইন গেমিং প্লাটফর্ম হিসেবে আমাদের এই প্রকল্পে যোগদান করায় রবলক্স-কে আমরা স্বাগত জানাই। গেমিং প্লাটফর্মে শিশু-কিশোরদেরকে যে-সব নিরাপত্তা ইস্যু এবং সাইবার-বুলিইং ক্ষতি করে থাকে সেসব প্রতিরোধের ক্ষেত্রে রবলক্স যে উচ্চ মান প্রদর্শন করেছে তা অন্যদের জন্য অনুসরণীয়।’

ইউবো সম্পর্কে ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বলেন,

‘টিনেজারদের জন্য ইউবো তাদের নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে নতুন করে অনেক কাজ করেছে। এজন্য আমি তাদের প্রশংসা করি। তারা বয়সসীমা পরিবর্তন করেছে, সত্যিকারের পরিচয় নিশ্চিত করার জন্য নীতিমালার উন্নয়ন করেছে এবং অশোভন কন্টেন্ট এবং সাইবার-বুলিইং বিষয়ে পরিষ্কারভাবে নীতিমালা নির্ধারণ করেছে। তারা ব্যবহারকারীদেরকে লোকেশন ডাটা অফ রাখার সুযোগ দিয়েছে। এতে বোঝা যাচ্ছে, ইউবো ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি গুরত্বের সঙ্গে দেখে।’

রবলক্স কিংবা ইউবো-তে ১৮ বছরের কম-বয়সী কোনো অস্ট্রেলিয়ান শিশু যদি সাইবার-বুলিইং এর শিকার হয় এবং রবলক্স ও ইউবো যদি ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে ই-সেফটি কমিশনার এখন কন্টেন্ট সরিয়ে দিতে পারবেন।


Share
Published 9 March 2018 5:02pm
Updated 21 March 2018 1:47pm
By Sikder Taher Ahmad


Share this with family and friends