Source: EPA
সুইডিশ নোবেল কমিটি অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য নাম ঘোষণা করল তিন কৃতির। তালিকার প্রথমেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নাম । তাঁর হাতে নোবেল পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা। করতালিতে ভরে উঠল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি হল। প্রথমে পুরস্কার দাতা ও আলফ্রেড নোবেলের মূর্তিতে বো করলেন অভিজিৎ। তারপরই দর্শকদের উদ্দেশ্যে তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপণ।স্বামী অভিজিতের পরেই ডাক পড়ল অর্থনীতিবিদ এস্থার ডুফলোর। হাসি মুখে মঞ্চের মাঝখানে এগিয়ে গেলেন শাড়ি পরিহিতা এমআইটির অধ্যাপিকা। তাঁর হাতে নোবেল পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা। শেষে পুরস্কার গ্রহণ করেন আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।
আরসিটি (র্যান্ডমাইজ়ড কন্ট্রোলড ট্রায়াল) নিয়ে মূলত গবেষণা চালাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এস্থার দুফলো। এই গবেষণার সাফল্যেই নোবেল জয় করেছেন তারা। দু’জনেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক।ফরাসি-আমেরিকান অর্থনীতিবিদ এস্থার দুফলো বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন ।তিনি অর্থনীতিতে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ীও।