গুরুত্বপূর্ণ দিকগুলো
- অস্ট্রেলিয়ায় সৌরবিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ।
- বাড়ির মালিক বা ভাড়াটিয়া নির্বিশেষে সোলার প্যানেলের জন্য চার বছরের সুদমুক্ত ঋণ সুবিধাও পাওয়া যেতে পারে।
- আপনার স্টেট বা টেরিটরিতে এবিষয়ক তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট বা energy.gov.au ভিজিট করুন এবং স্কিম বা রিবেট সম্পর্কে জানুন।
অস্ট্রেলিয়ায় সৌরবিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এটি প্রচলিত বিদ্যুতের তুলনায় একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে সামনে এসেছে।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর্চি চ্যাপম্যান বলেন, এটি যেমন সস্তা তেমন বিদ্যুৎ গ্রিডের উপরও চাপ কমায়।
খরচ কমানোর পাশাপাশি এটি বিদ্যুৎ উৎপাদনের একটি পরিষ্কার পদ্ধতিও বটে।
তবে, এনার্জি অস্ট্রেলিয়ার মতে, অস্ট্রেলিয়ার বিদ্যুৎ উৎপাদনের ৬০ শতাংশ এখনো কয়লার ওপর নির্ভরশীল।
সোলার ভিক্টোরিয়ার সিইও স্ট্যান ক্রপান বলেন, দীর্ঘদিন কয়লার ওপর নির্ভরশীল থাকার পর অস্ট্রেলিয়া এখন সৌরশক্তির দিকে অগ্রসর হচ্ছে।
বাড়ির ছাদে সৌর প্যানেলের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা দেশের বিদ্যুৎ খাতকে শক্তিশালী করেছে।
মিস্টার ক্রপান ব্যাখ্যা করেন যে বেশিরভাগ ক্ষেত্রে, বাড়ির মালিকরাই তাদের ছাদে সোলার প্যানেল ইনস্টল করেন, যা থেকে ভাড়াটিয়ারাও সুবিধা নিয়ে থাকেন।
Both landlords and tenants have the option to install solar power; however, tenants may find it less advantageous, as the costs are difficult to recoup within a shorter timeframe. Credit: Cavan Images / Robert Niedring p/Getty Images/Cavan Images RF
সোলার এ্যানার্জির রিবেট সম্পর্কে জানার জন্য সরকারি ওয়েবসাইট বা কমনওয়েলথ সরকারের ওয়েবসাইট energy.gov.au ভিজিট করতে পারেন।
উদাহরণস্বরূপ, সোলার ভিক্টোরিয়া ছাদের বিদ্যুৎ প্যানেলের জন্য ১,৪০০ ডলার রিবেট বা প্রনোদনা দিলে থাকেন। বাড়ির মালিক বা ভাড়াটিয়া নির্বিশেষে সোলার প্যানেলের জন্য চার বছরের সুদমুক্ত ঋণ সুবিধাও পাওয়া যেতে পারে। দিয়ে থাকেন। পাশাপাশি বাড়ির একটি ব্যাটারি কিনতে ৮,৮০০ ডলার পর্যন্ত সুদমুক্ত ঋণও প্রদান করেন।
Rebates and schemes are available in different Australian states and territories. Source: Moment RF / owngarden/Getty Images
আপনার স্টেট বা টেরিটরিতে এবিষয়ক তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট বা energy.gov.au ভিজিট করুন এবং স্কিম বা রিবেট সম্পর্কে জানুন।
সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং পরামর্শের জন্য 'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' পডকাস্ট সাবস্ক্রাইব করুন বা অনুসরণ করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।