প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বকে একত্রিত করেছিলেন বান কি-মুন।
জাতিসংঘের সাবেক এই মহাসচিব মনে করেন, কার্বন নিঃসরণ হ্রাসে অস্ট্রেলিয়া যথেষ্ট ভূমিকা পালন করছে না।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইওরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি হ্রাস করেছে।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এই সমালোচনার জবাবে সরাসরি কিছু বলে নি অস্ট্রেলিয়ার ফেডারাল সরকার। এর পরিবর্তে অস্ট্রেলিয়া পুরনো স্টেটমেন্টগুলোর উল্লেখ করেছে। কিয়োটো চুক্তির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া বলেছে, অন্যান্য দেশগুলো কার্বন নিঃসরণ হ্রাস করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে আর অস্ট্রেলিয়া সফল হয়েছে।
সরকার বলেছে, তারা ২০৩০ সাল নাগাদ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ২৬ থেকে ২৮ শতাংশ কমিয়ে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সঠিক পথে রয়েছে।
তবে, নিউ সাউথ ওয়েলস-এর এনার্জি মিনিস্টার ম্যাট কিন বলেন, জনগণ আরও বেশি প্রত্যাশা করে।
অস্ট্রেলিয়াকে বুশফায়ার, বন্যা এবং খরায় কবলিত হতে দেখে জাতিসংঘের সাবেক মহাসচিব একটি অশুভ বার্তা দেন।
ম্যাকোয়েরি ইউনিভার্সিটির প্রফেসর এবং ক্লাইমেট কাউন্সিলের কাউন্সিলর লেসলি হিউজেস বলেন, তিনি চান, আগামী দশকে অস্ট্রেলিয়া আরও অগ্রসর হয়ে, কার্বন নিঃসরণ শতকরা ৭৫ ভাগ হ্রাস করুক।
বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের মাঝে সীমিত রাখার জন্য বৈশ্বিক উদ্যোগের অংশ অস্ট্রেলিয়া।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।