'নবায়নযোগ্য শক্তি'-র মধ্যে আগামীর সম্ভাবনা দেখছেন ড. নওশাদ হক

Dr Nawshad Haque in Japan

Dr Nawshad Haque in Japan, Oct 2022. Credit: Supplied by Dr Nawshad Haque

এ বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ RD20 সম্মেলন। অস্ট্রেলিয়া থেকে সেখানে অংশগ্রহণ করেছেন ড. নওশাদ হক। এসবিএস বাংলার সঙ্গে তাঁর সাক্ষাৎকারের দুই পর্বের প্রথম অংশ থাকছে এখানে।


অর্থনৈতিকভাবে শক্তিশালী বিশটি দেশের প্রতিনিধিরা এই RD20 সম্মেলনে উপস্থিত হয়ে আলোচনা করেছেন বৈশ্বিক জ্বালানী পরিস্থিতি এবং কী করে ক্লিন এনার্জি বা দূষণমুক্ত শক্তির ব্যবহার বাড়ানো যায় সে বিষয়ে।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশানে কর্মরত সিনিয়র বিজ্ঞানী ড. নওশাদ হক এ সম্মেলনে তাঁর কয়েকজন সহকর্মীর সঙ্গে মিলে এই সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
RD20 Conference in Tokyo, Japan 2022.
RD20 Conference in Tokyo, Japan 2022. Credit: Supplied by Dr Nawshad Haque
বিশ্বজুড়ে এখন ‘ক্লিন এনার্জি’র প্রয়োজনীয়তা স্বীকৃত ও এর ব্যবহার বাড়ানোর জন্যে জোর গবেষণা চলছে।

বিজ্ঞানীরা ও পরিবেশবাদীরা মনে করছেন, পৃথিবীর ভবিষ্যতের কথা মনে রেখে এই ক্ষেত্রে আরও বেশি গবেষণা ও বিনিয়োগের প্রয়োজন।

ড. নওশাদ হক এ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে। মোট দুই পর্বে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হবে।

প্রথম পর্বে থাকছে- ক্লিন এনার্জি বলতে আমরা কী বুঝি এবং RD20 সম্মেলনের মূল উদ্দেশ্য সম্পর্কে আলোচনা।

আর দ্বিতীয় পর্বে থাকবে- দৈনন্দিন জীবনে ক্লিন এনার্জির গুরুত্ব, অস্ট্রেলিয়া এই মুহূর্তে ক্লিন এনার্জি বিষয়ে কোন অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষ এ ব্যাপারে কী কী অবদান রাখতে পারে, সে বিষয়ে আলাপচারিতা।

সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share