ওলঙগঙ বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল বিল্ডিং রিসার্চ সেন্টারের প্রাক্তন গবেষক ড. মোহাম্মদ সোহেল বর্তমানে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছেন। গ্লোবাল রিনিউয়েবল এনার্জি সলুশন্স এর ডাইরেক্টর ড. মোহাম্মদ সোহেল বলেন,
“আমাদের আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে।”
অস্ট্রেলিয়ায় রিনিউয়েবল এনার্জি ব্যবহারের প্রচুর সুযোগ রয়েছে, মনে করেন তিনি। তার মতে, অস্ট্রেলিয়ায় সৌর বিদ্যুতের বিপুল সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়ায় প্রচুর ফাঁকা জমি রয়েছে বিধায় এখানে ব্যাপক পরিমাণে সৌর শক্তি উৎপাদন করা সম্ভব বলে মনে করেন তিনি। আর বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের সৌর বিদ্যুতের সম্ভাবনা কম। কারণ, সেখানে ভূমির পরিমাণ কম।
কার্বন নিঃসরণ বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিকভাবে জলবায়ুর যে পরিবর্তন ঘটবে সে সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে বৃষ্টিপাতের ধরন বদলে যেতে পারে, খরা হতে পারে, সমুদ্র-পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অনেক স্থান পানিতে নিমজ্জিত হয়ে যেতে পারে।
ড. মোহাম্মদ সোহেলের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।