ক্যালেন্ডারে গ্রীষ্মের এখনও একমাস বাকি। তাতে কি? এরমধ্যে গেল সপ্তাহে দাবানলে পুড়েছে ক্যানবেরা। প্রায় প্রতিবছরই হেক্টরকে হেক্টর বনভূমি, বসতবাড়ি পুড়ছে দাবানলে। রক্ষা পায়না মানুষ এবং পশু- পাখিও।
অস্ট্রেলিয় সরকার বলছে দাবানল মোকাবেলায় প্রয়োজন পারিবারিক বা ব্যক্তিগত 'বুশফায়ার পরিকল্পনা'। এ পরিকল্পনা তৈরিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে 'নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস'।
এই অনলাইন টুলের মাধ্যমে চারটি ক্যাটাগরিতে আপনার পরিকল্পনা করতে পারবেন। যা কিনা বলে দিবে, আপনি কি দ্রুত এলাকা ছেড়ে যাবেন নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করবেন? আর এই পুরো পরিকল্পনা করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট।আপনার দেয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে এই টুল। যেমন:
Bush fire plan "How fireproof is your plan?" Source: Collected
- বাসায় শিশু, বয়স্ক অথবা কোন অসুস্থ ব্যক্তি আছি কিনা?
- দাবানলের খবর পাওয়া মাত্র ঘন্টাখানেক বা ক'দিনের জন্য বসতবাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা আছে কিনা?
- কোথায় গিয়ে উঠবেন তা নির্ধারণ আছে কিনা?
- দাবানল কতটুকু দূরত্বে থাকা অবস্থায় নিরাপদ জায়গায় চলে যাবেন?
- বিকল্প রাস্তা জানা আছি কিনা?
- অগ্নিরোধক প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা?
- বাসার সবাই পরিকল্পনার বিষয়ে অবগত কিনা?
Firefighters fight flames close to homes in Corryton Court, Wattle Grove in Sydney, Saturday, April 14, 2018. Source: AAP Image/Brendan Esposito
রাজ্যের জরুরী সেবা মন্ত্রী ট্রয় গ্রান্ট বলেছেন যে, যদিও দাবানল প্রবণ এলাকার বেশীরভাগ মানুষ বলে তাদের পরিকল্পনা আছে, তবু সংশয় থেকে যায় যে দাবানল মোকাবেলায় তারা কতটুকু প্রস্তুত।
"আমরা চাই সবাই এই ব্যাপারটাকে গুরুত্ব দিক এবং এখনই প্রস্তুত হউক, কি ঘটে তা দেখার অপেক্ষা না করে," বলেছেন মন্ত্রী ট্রয় গ্রান্ট।