মেলবোর্নের দশজন কৃতি নারীর একজন বাংলাদেশী

Shoheli Sunjida

Shoheli Sunjida (R). Source: Supplied

স্বাস্থ্যকর খাবারের দাবি নিয়ে, মেলবোর্ন প্রবাসী বাংলাদেশী সোহেলী সানজিদার শুরু করা সামাজিক আন্দোলন পেয়েছে স্বীকৃতি। এ আন্দোলনের সাথে একাত্ম হয়ে কাজ করছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের কার্ডিনিয়া শায়ার কাউন্সিল। বাংলায় পুরো রিপোর্ট শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।


"নতুন করে কার্ডিনিয়া শায়ারে এসেছেন আরো প্রায় ১‌৭ হাজার পরিবার।" সোহেলী সানজিদা বলেন, "অনেকটাই নতুন এ সাবার্বে শুরু থেকেই ছিল তাজা এবং স্বাস্থ্যকর খাবারের বড়ই অভাব। অথচ এ অঞ্চলের প্রায় ৬০ভাগ মানুষই ভোগছেন ডায়াবেটিক্স রোগে।"

২০১৬ সালে কাউন্সিল নির্বাচন করতে গিয়ে এ সমস্যা চিহ্নিত করেন সোহেলী। তারও আগে থেকেই পারিবারিক নির্যাতন প্রতিরোধে তিনি কাজ করে আসছেন। 

মানুষের মৌলিক চাহিদা পূরণে সোহেলী সানজিদার এসব সামাজিক কর্মকান্ডকে জাতীয় পর্যায়ে নিয়ে এসেছে 'হার প্লেস মিউজিয়াম অস্ট্রেলিয়া'।
Interview
সোহেলী সানজিদা। Source: Supplied

FOLLOW US ON FACEBOOK

মূলত অস্ট্রেলিয়ার উন্নয়নে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে যেসব নারী কাজ করে যাচ্ছেন তাদেরকে পরিচয়ের পাশাপাশি স্বীকৃতি দিয়ে আসছে এ সংগঠন। 

২০১৬ সালে যাত্রা শুরু করে হার প্লেস মিউজিয়াম অস্ট্রেলিয়া। গত ২৪ অক্টোবর প্যাকেনহাম লাইব্রেরিতে শুরু হয়েছে প্রদর্শনী 'দৃশ্যমান সম কন্ঠস্বর'। যা চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। 

এবারের প্রদর্শনীতে যে দশজন নারী জায়গা করে নিয়েছেন তাদেরই একজন সোহেলী। তিনিই প্রথম বাংলাদেশী এবং এশিয়ান বংশোদ্ভূত, যিনি এই প্ল্যাটফর্মে স্থান পেয়েছেন।
সোহেলী সানজিদা।
সোহেলী সানজিদা। Source: Supplied
সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মূলধারার রাজনীতিতেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সোহেলী। তিনি বলেন, "রাজনীতিসহ নেতৃস্থানীয় জায়গাগুলোতে অভিবাসীদের স্থান করে নিতে হবে। অভিবাসী মহিলাদের সেটা আরও তাড়াতাড়ি করা উচিত।"

Share