অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অফ রেগুলেশন এন্ড গ্লোবাল গভর্ন্যান্স -এর রিসার্চ ফেলো ড. অনুরাগ চাকমা এর আগে তিনি ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ পিস্ এন্ড কনফ্লিক্ট স্টাডিজের সহকারী প্রফেসর ছিলেন।
এখানে প্রকাশিত হলো ড. অনুরাগ চাকমার সাথে সাক্ষাৎকারটির তৃতীয় পর্ব।
পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
LISTEN TO
রাঙামাটি-দীঘিনালায় জাতিগত সংঘাত - যা জানা যাচ্ছে
SBS Bangla
24/09/202410:54
পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে।
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।