অস্ট্রেলিয়ায় একই খরচে, একই প্রেসক্রিপশনে, এক মাসের স্থলে দু’মাসের জন্য ওষুধ সংগ্রহ করার সুযোগ কারা পাচ্ছেন?

Pharmacist Nick Logan and one of his staff at his Artarmon chemist (SBS).jpg

The Pharmacy Guild has abandoned its campaign against the rollout of 60 day prescriptions. The changes to almost 100 medications come into effect from September 1st - allowing patients to access twice as many doses. Source: SBS

১ সেপ্টেম্বর, ২০২৩ হতে অস্ট্রেলিয়ায় সস্তায় ওষুধ সংগ্রহ করা যাচ্ছে। এর আগে, ক্রনিক কন্ডিশনের রোগীরা একটি প্রেসক্রিপশনের মাধ্যমে তাদের এক মাসের ওষুধ সংগ্রহ করতে পারতেন। এখন তারা এক্ষেত্রে একই খরচে দুই মাসের ওষুধ সংগ্রহ করতে পারছেন। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন জিপি ডাক্তার চৌধুরী বেগ।


অস্ট্রেলিয়ায় ওষুধ সংগ্রহের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে ক্রনিক কন্ডিশনের রোগীরা, অর্থাৎ, দীর্ঘ দিন ধরে নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভোগা রোগীরা, একটি প্রেসক্রিপশনের মাধ্যমে ৩০ দিনের স্থলে ৬০ দিনের জন্য ওষুধ সংগ্রহ করতে পারছেন।

একই খরচে এক মাসের স্থলে দুই মাসের ওষুধ সংগ্রহ করার এই সুযোগটির ফলে রোগীরা উপকৃত হলেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ফার্মেসি গিল্ড। তবে, সম্প্রতি তারা এর বিরোধিতা করা প্রত্যাহার করেছে।

বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা নানা কারণেই ঘন ঘন জিপির কাছে কিংবা ফার্মেসিতে যেতে পারেন না। এছাড়া, আর্থিক সমস্যার বিষয়টিও রয়েছে। তাই, একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এক মাসের স্থলে দু’মাসের ওষুধ সংগ্রহের সুযোগটি তাদের অনেকের জন্যই সুবিধাজনক হয়েছে বলা যায়।
এই মাস থেকে সিক্সটি-ডে প্রেসক্রিপশনের আওতায় ৯২টি ওষুধ সংগ্রহ করা যাচ্ছে। আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ এই তালিকায় ওষুধের সংখ্যা আরও বাড়বে এবং ৩০০ পর্যন্ত পৌঁছে যাবে, বলা হচ্ছে।

সরকার আশা করছে যে, এর ফলে ওষুধ কেনার ক্ষেত্রে সাধারণ রোগীরা বছরে ১৮০ ডলার পর্যন্ত বাঁচাতে পারবেন। আর, যাদের কনসেশন কার্ড রয়েছে, তারা বাঁচাতে পারবেন ৪৩ ডলার পর্যন্ত।

বোঝাই যাচ্ছে যে, এতে করে রুটিন স্ক্রিপ্ট লেখানোর জন্য রোগীদের আগের মতো মাসে মাসে জিপির কাছে ধর্না দিতে হবে না। দু’মাসে একবার গেলেই হবে। ফলে জিপিদের অ্যাপয়েন্টমেন্ট কিছুটা হলেও কমে যাবে। ব্যস্ত জিপিরা রুটিন স্ক্রিপ্ট লেখা বাদ দিয়ে সেই সময়টুকু অন্যদেরকে দিতে পারবেন।

তবে, এর ভিন্নচিত্রও রয়েছে। এই পরিবর্তনটির বিরোধিতা করেছিল ফার্মেসি গিল্ড। তাদেরকে আশ্বস্ত করার জন্য আলোচনা ও কাজ করছে সরকার। এখন তারা এর বিরোধিতা প্রত্যাহার করেছে।

সিক্সটি-ডে প্রেসক্রিপশন রোলআউটের বিষয়টি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির জিপি ডাক্তার চৌধুরী বেগ।

সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share